menu-iconlogo
logo

Mon Chuyecho

logo
avatar
Bappalogo
Rana_E_R_S🌲🌲logo
前往APP内演唱
歌词
মন ছুঁয়েছো মন দিয়েছি

Singers : Bappa

Arranged By Rana

*************

*************

মন ছুঁয়েছো মন দিয়েছি

আছে কিছু দেনা,

তাই বলে কি ভাবছ নাকি

মনটা তোমার কেনা

মনটা তোমার কেনা ও ও

মনটা তোমার কেনা

মন ছুঁয়েছো মন দিয়েছি

আছে কিছু দেনা,

তাই বলে কি ভাবছ নাকি

মনটা তোমার কেনা হায়...

মনটা তোমার কেনা ও ও

মনটা তোমার কেনা

*************

পা রা পাপ্পা

পা রা পাপ্পা

পাপ্পা পা রা পা

পা রা পারাপ্পা

পা রা পা রা পাপ্পা

পা রা পাপ্পা

পাপ্পা পা রা পা

পা রা পারাপ্পা

*************

জলের ঘাটে কলসি কাঁখে

জল যে ছলাছল,

জলের ছোঁয়ায় নূপুর বাজে

মন করে অচল

অচল মনের কাছে আছে

আমার কিছু দেনা,

তাই বলে কি ভাবছ নাকি

মনটা তোমার কেনা হায়...

মনটা তোমার কেনা ও ও

মনটা তোমার কেনা

*************

পা রা পাপ্পা

পা রা পাপ্পা

পাপ্পা পা রা পা

পা রা পারাপ্পা

পা রা পা রা পাপ্পা

পা রা পাপ্পা

পাপ্পা পা রা পা

পা রা পারাপ্পা

*************

জলকুমারীর চোখে চোখে

এমন কেন জল,

মনের ভেতর মেঘ ভেসে যায়

ময়ূরকন্ঠী নল

চোখে চোখের কাছে আছে

আমার কিছু দেনা,

তাই বলে কি ভাবছ নাকি

মনটা তোমার কেনা হায়...

মনটা তোমার কেনা ও ও

মনটা তোমার কেনা

মন ছুঁয়েছো মন দিয়েছি

আছে কিছু দেনা,

তাই বলে কি ভাবছ নাকি

মনটা তোমার কেনা হায়...

মনটা তোমার কেনা ও ও

মনটা তোমার কেনা

মন ছুঁয়েছো মন দিয়েছি

আছে কিছু দেনা,

তাই বলে কি ভাবছ নাকি

মনটা তোমার কেনা হায়...

মনটা তোমার কেনা ও ও

মনটা তোমার কেনা

পা রা পাপ্পা

পা রা পাপ্পা

পাপ্পা পা রা পা

পা রা পারাপ্পা

পা রা পা রা পাপ্পা

পা রা পাপ্পা

পাপ্পা পা রা পা

পা রা পারাপ্পা

==ধন্যবাদ==

Mon Chuyecho Bappa - 歌词和翻唱