menu-iconlogo
huatong
huatong
avatar

মনের দুঃখ মনে রইলো রে

Bari Siddiquihuatong
urdnaxeladalvhuatong
歌词
作品
একটু অপেক্ষা করুন

মনের দুঃখ মনে রইলো রে....

বুঝলে না রে সোনার চান...

চন্দ্র সূর্য যত বড় আমার

দুঃখ তার সমান..

চন্দ্র সূর্য যত বড় আমার

দুঃখ তার সমান..

মনের দুঃখ মনে রইলো রে....

বুঝলে না রে সোনার চান...

চন্দ্র সূর্য যত বড় আমার

দুঃখ তার সমান..

চন্দ্র সূর্য যত বড় আমার

দুঃখ তার সমান..

একটু অপেক্ষা করুন

প্রেমের দায়ে ঘর ছাড়িলাম,

ছাড়লাম আপনজন..

মান কূলমান সব হারাইলাম....

সাড় হইলো কান্দন..

প্রেমের দায়ে ঘর ছাড়িলাম,

ছাড়লাম আপনজন..

মান কূলমান সব হারাইলাম....

সাড় হইলো কান্দন..

যাইবার কোনো জায়গা তো নাই রে...

নাই আর কোন মান সম্মান..

চন্দ্র সূর্য যত বড় আমার

দুঃখ তার সমান...

চন্দ্র সূর্য যত বড় আমার

দুঃখ তার সমান..

RJ RONY

একটু অপেক্ষা করুন

দেশ বিদেশে ঘুরলাম কতো

লইয়া ভরা যৌবন

সারা অন্তর ছাই করিলাম....

হইলো না কেউ আপন..

দেশ বিদেশে ঘুরলাম কতো

লইয়া ভরা যৌবন

সারা অন্তর ছাই করিলাম....

হইলো না কেউ আপন

বলবার কোনো মানুষ তো নাই রে....

সইবো কত অপমান

চন্দ্র সূর্য যত বড় আমার

দুঃখ তার সমান

চন্দ্র সূর্য যত বড় আমার

দুঃখ তার সমান

মনের দুঃখ মনে রইলো রে....

বুঝলে না রে সোনার চান...

চন্দ্র সূর্য যত বড় আমার

দুঃখ তার সমান..

চন্দ্র সূর্য যত বড় আমার

দুঃখ তার সমান.

চন্দ্র সূর্য যত বড় আমার

দুঃখ তার সমান.

Follow Me Broken Mind

Thanks

更多Bari Siddiqui热歌

查看全部logo

猜你喜欢

মনের দুঃখ মনে রইলো রে Bari Siddiqui - 歌词和翻唱