menu-iconlogo
huatong
huatong
avatar

আমার খাতায় প্রতি পাতায়

Bashir Ahmedhuatong
অদৃশ্যhuatong
歌词
作品
---অদৃশ্য---

আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতায়

তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়

তুই আমার দেশরে।।

আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতায়

তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়

তুই আমার দেশরে।।

---অদৃশ্য---

আমার প্রানে বাজে তোরই অহংকার

আমার গানের সুরে

মাগো তোরই অভিসার।

আমার প্রানে বাজে তোরই অহংকার

আমার গানের সুরে

মাগো তোরই অভিসার।

আমি তোর নিবিড় মায়াতে

আমি তোর স্নেহের ছায়াতে

ভালবাসার ছবি আঁকি মেঘনা যমুনায়

তুই আমার প্রেমরে।।

আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতায়

তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়

তুই আমার দেশরে।।

---অদৃশ্য---

আমার হাসি দোলে তোরই মন ছায়

আমার বাঁশী কাঁদে

মাগো তোরই বেদনায়।

আমার হাসি দোলে তোরই মন ছায়

আমার বাঁশী কাঁদে

মাগো তোরই বেদনায়।

আমি তোর চোখের কাজলে

আমি তোর সবুজ আঁচলে

চিরদিনের স্বপ্ন দেখি মুক্ত আঙ্গিনায়

তুই আমার মা রে ও ও….।।

আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতায়

তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়

তুই আমার দেশরে।।

আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতায়

তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়

তুই আমার দেশরে।।

---অদৃশ্য---

更多Bashir Ahmed热歌

查看全部logo

猜你喜欢