menu-iconlogo
huatong
huatong
avatar

ভুলে যাওয়া সহজ নয়রে vule jawa

Belal Khanhuatong
vermill1onhuatong
歌词
作品
ভুলে যাওয়া সহজ নয়রে

প্রেম যদি সঠিক হইরে,

প্রেম নদী উজান বয়রে

ভুলে যাওয়া সহজ নইরে...

প্রেম যদি সঠিক হইরে,

প্রেম নদী উজান বয়রে

কার কাছে কই ব্যাথা

মনে উছাটন কথা

কার কাছে কই ব্যাথা

মনে উছাটন কথা

তার দেখা কই পাবো দয়াময় রে

ভিতরে বাহিরে ডাকিরে....

আইনা পাখিরে,

আদরে জড়ায়ে চাদরে

আইনা থাকিরে

ভিতরে বাহিরে ডাকিরে

আইনা পাখিরে,

আদরে জড়ায়ে চাদরে

আইনা থাকিরে....

তোকে পেলে লাগে ভালো

লাগে আনন্দ

না পেলে মানেনা মন

একই দ্বীদা ধন্ধ

হো.. তোকে পেলে লাগে ভালো

লাগে আনন্দ,

না পেলে মানেনা মন,

একই দ্বীদা ধন্ধ।

তোকে দিবো মালা এই জীবনে...

মেনে নেবো জ্বালা তোর কারণে

ভিতরে বাহিরে ডাকিরে

আইনা পাখিরে।

আদরে জড়ায়ে চাদরে

আইনা থাকিরে

ভিতরে বাহিরে ডাকিরে...

আইনা পাখিরে।

আদরে জড়ায়ে চাদরে

আইনা থাকিরে

ভালোবেসে একা কেন

কেন দূরত্ব,

কি ভুলে হাড়ালে তুই,

ভুলে গেলি সর্ত

কেন এই দূরত্ব,

কি ভুলে হাড়ালে তুই

ভুলে গেলি সর্ত

চোখে দেখি ধূধূ তোরই কারণে...

তোকে খুঁজি শুধু এই ভুবনে

ভিতরে বাহিরে ডাকিরে

আইনা পাখিরে,

আদরে জড়ায়ে চাদরে

আইনা থাকিরে

ভিতরে বাহিরে ডাকিরে...

আইনা পাখিরে,

আদরে জড়ায়ে চাদরে

আইনা থাকিরে

ভিতরে বাহিরে ডাকিরে

আইনা পাখিরে,

আদরে জড়ায়ে চাদরে

আইনা থাকিরে

更多Belal Khan热歌

查看全部logo

猜你喜欢