তোমার সুরে সুর বেধেছি
তোমার সুরে সুর বেধেছি
মনে কি গো পড়ে সেই দিনের কথা
তারা ভরা রাতে, চাঁদ ছিল
রজনীগন্ধা ফুটে ছিল যে রাতে
তোমার সুরে সুর বেধেছি
মনে কি গো পড়ে সেই দিনের কথা
তারা ভরা রাতে, চাঁদ ছিল
রজনীগন্ধা ফুটে ছিল যে রাতে
তোমার সুরে সুর বেধেছি
FOLLOW BIPUL melodious
প্রথম দিনের সেই মিষ্টি কথা
হাসির আড়ালে ছিল অজানা ব্যথা
প্রথম দিনের সেই মিষ্টি কথা
হাসির আড়ালে ছিল অজানা ব্যথা
ব্যথার আড়ালে ঢাকা সুখেরই কান্না
দুটি আখি পাতে কেঁপেছিল
রজনীগন্ধা ফুটে ছিল যে রাতে
তোমার সুরে সুর বেধেছি
FOLLOW BIPUL melodious
এখনো দুচোখে রয়েছে লেগে
মৃদু সে আলোর শিখা রয়েছে জেগে
এখনো দুচোখে রয়েছে লেগে
মৃদু সে আলোর শিখা রয়েছে জেগে
যখনি হৃদয় চায় দেখি যে আমি
হৃদয় কি আলো জ্বেলেছিল
রজনীগন্ধা ফুটে ছিল যে রাতে
তোমার সুরে সুর বেধেছি
মনে কি গো পড়ে সেই দিনের কথা
তারা ভরা রাতে, চাঁদ ছিল
রজনীগন্ধা ফুটে ছিল যে রাতে
তোমার সুরে সুর বেধেছি