menu-iconlogo
huatong
huatong
bikram-singh-tomay-notun-kore-cover-image

Tomay Notun Kore

Bikram Singhhuatong
onelv_81huatong
歌词
作品
তোমায় নতুন করে পাব বলে

হারাই ক্ষণে ক্ষণ

ও মোর ভালোবাসার ধন

তোমায় নতুন করে পাব বলে

হারাই ক্ষণে ক্ষণ

ও মোর ভালোবাসার ধন

তোমায় নতুন করে পাব বলে

দেখা দেবে বলে তুমি হও যে অদর্শন

ও মোর ভালোবাসার ধন

তোমায় নতুন করে পাব বলে

ওগো তুমি আমার নও আড়ালের

তুমি আমার চিরকালের

ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগন

ও মোর ভালোবাসার ধন

তোমায় নতুন করে পাব বলে

আমি তোমায় যখন খুঁজে ফিরি, ভয়ে কাঁপে মন

প্রেমে আমার ঢেউ লাগে তখন

আমি তোমায় যখন খুঁজে ফিরি, ভয়ে কাঁপে মন

প্রেমে আমার ঢেউ লাগে তখন

তোমার শেষ নাহি, তাই শূন্য সেজে

শেষ করে দাও আপনাকে যে

শেষ নাহি, তাই শূন্য সেজে

শেষ করে দাও আপনাকে যে

ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন

ও মোর ভালোবাসার ধন

তোমায় নতুন করে পাব বলে

হারাই ক্ষণে ক্ষণ

ও মোর ভালোবাসার ধন

তোমায় নতুন করে পাব বলে

更多Bikram Singh热歌

查看全部logo

猜你喜欢