স্বর্নালী ভোরে যদি তুমি রও
বিরহ ব্যথা দূরে সরে রয়
তুমি হীনা জীবন বড় ব্যথাময়
নিরাশার বাঁকে প্রেম কেঁদে কয়
স্বর্নালী ভোরে যদি তুমি রও
বিরহ ব্যথা দূরে সরে রয়
Arranged By Shydur Rahman
চাঁদ জাগা রাতে আকাশের পানে
তাঁরাদল উদাস মেঘেদের গানে
চাঁদ জাগা রাতে আকাশের পানে
তাঁরাদল উদাস মেঘেদের গানে
এমন মধুর লগনে যদি তুমি রও
বিরহ ব্যথা দূরে সরে রয়
তুমি হীনা জীবন বড় ব্যথাময়
নিরাশার বাঁকে প্রেম কেঁদে কয়
Arranged By Shydur Rahman
জোনাক জ্বলা রাতে মহুয়ার গন্ধে
মন আমার মাতাল রাখালিয়া ছন্দে
জোনাক জ্বলা রাতে মহুয়ার গন্ধে
মন আমার মাতাল রাখালিয়া ছন্দে
এমন মধুর লগনে যদি তুমি রও
বিরহ ব্যথা দূরে সরে রয়
তুমি হীনা জীবন বড় ব্যথাময়
নিরাশার বাঁকে প্রেম কেঁদে কয়
স্বর্নালী ভোরে যদি তুমি রও
বিরহ ব্যথা দূরে সরে রয়
তুমি হীনা জীবন বড় ব্যথাময়
নিরাশার বাঁকে প্রেম কেঁদে কয়
Arranged By Shydur Rahman