Dark<=> BD<=>Songs>
~follow~DBDS~logo>
<<<<<যোগাযোগ >>>>>
Room\id\ 2784800>>>
আরে হাতে লাগে ব্যাথারে হাতে লাগে ব্যাথারে,
হাত ছাইরা দেও সোনার দেওরা রে,
তোমার মিঠা মিঠা কথা রে
মিঠা মিঠা কথা রে
মন কাইরাছে সোনার ভাবি রে,
আমার বাড়ি আইসো দেওরা বসতে দিবো পিড়া,
হায় হায় বসতে দিবো পিড়া,,,
হায়রে জল পানো করিতে দিবো শালিক ধানের চিরা রে
হাত ছাইরা দেও সোনার দেওরা রে,
আরে হাতে লাগে ব্যাথারে
হাত ছাইরা দেও সোনার দেওরা রে,
<=> BD<=>Songs
~follow~DBDS~logo
<<<<<যোগাযোগ >>>>>
Room\id\ 2784800>>>
ভাবি আমার পড়িয়াছে লাল রঙের শাড়ি,,,
দুই হাতে তে পড়িয়াছে রেশমি কাচের চুরি,
খোপাতে ভাবলা গাছের ফুল
কানে যুলিতেছে ঝুমকো কানের দুল।
আইজকা মোরা বাইচাল বাইছি মনেরি মতন,
হায় হায় মনেরি মতন,
দেখ বাইছ খেলিয়া এবার কিন্ত জিবন করবো সার্থক রে,
হাত ছাইরা দেও সোনার দেওরা রে,
তোমার মিঠা মিঠা কথা রে
মন কাইরাছে সোনার ভাবি রে।
আরে হাতে লাগে ব্যাথা রে
হাতে লাগে ব্যাথারে,
হাত ছাইরা দেও সোনার দেওরা রে,
আরে আগা লায়ের বৈঠার সাথে মারবে তোমরা টান,
আর ঝড় তুফান আসিলে কিন্ত নৌকা যাবে চলি রে
হাত ছাইরা দেও সোনার দেওরা রে,
আরে হাতে লাগে ব্যাথা রে
হাত ছাইরা দেও সোনার দেওরা রে,
তোমার মিঠা মিঠা কথা রে
মন কাইরাছে সোনার ভাবি রে
আরে হাতে লাগে ব্যাথা রে
হাত ছাইরা দেও সোনার দেওরা রে,
<<<<<
>>>>>>>>>