menu-iconlogo
huatong
huatong
avatar

একলা জীবন অনেক ভালো রে বন্ধু

Ekla Jibonhuatong
sco_reihuatong
歌词
作品
একলা জীবন অনেক ভালো রে..বন্ধু

এখন আমি সুখে আছি বেশ.

তোরে ভালোবাসতে গিয়ে রে..বন্ধু

বদলে গেছে মনের পরিবেশ

একলা জীবন অনেক ভালো রে..বন্ধু

এখন আমি সুখেই আছি বেশ

তোরে ভালোবাসতে গিয়ে রে..বন্ধু

বদলে গেছে মনের পরিবেশ

ভালো থাকিস বন্ধুরে তুই

সুখে থাকিস রোজ

কষ্ট করে নিস নারে আর

এই অভাগার খোঁজ

ভালো থাকিস বন্ধুরে তুই

সুখে থাকিস রোজ

কষ্ট করে নিস নারে আর

এই অভাগার খোঁজ

একলা জীবন অনেক ভালো রে..বন্ধু

এখন আমি সুখে আছি বেশ

তোরে ভালোবাসতে গিয়ে..রে..বন্ধু

বদলে গেছে মনের পরিবেশ

আদর করে ডাকতাম তোরে বলে সোনা পাখি

হৃদপিঞ্জরে বসত ছিলো প্রেমেই মাখামাখি

সকাল দুপুর যখন তখন করতে ডাকাডাকি

আমিও তখন মও প্রেমে সবই ছিলো ফাঁকি

আদর করে ডাকতাম তোরে বলে সোনা পাখি

হৃদপিঞ্জরে বসত ছিলো প্রেমেই মাখামাখি

সকাল দুপুর যখন তখন করতে ডাকাডাকি

আমিও তখন মও প্রেমে সবই ছিলো ফাঁকি

ভালো থাকিস বন্ধুরে তুই

সুখে থাকিস রোজ

কষ্ট করে নিস নারে আর

এই অভাগার খোঁজ

ভালো থাকিস বন্ধুরে তুই

সুখে থাকিস রোজ

কষ্ট করে নিস নারে আর

এই অভাগার খোঁজ

একলা জীবন অনেক ভালো রে..বন্ধু

এখন আমি সুখে আছি বেশ

তোরে ভালোবাসতে গিয়েই রে..বন্ধু

বদলে গেছে মনের পরিবেশ

মনের ঘরেই থাকতে যখন

আদরের নাই শেষ

সেই ঘরে আজ একলা আমি

এই তো আছি বেশ

ভালো আছি বন্ধু আমি ভাবনা করিস না

আমায় ভেবে সুখ গুলো তোর নষ্ট করিস না

মনের ঘরেই থাকতে যখন

আদরের নাই শেষ

সেই ঘরে আজ একলা আমি

এই তো আছি বেশ

ভালো আছি বন্ধু আমি ভাবনা করিস না

আমায় ভেবে সুখ গুলো তোর নষ্ট করিস না

ভালো থাকিস বন্ধুরে তুই

সুখে থাকিস রোজ

কষ্ট করে নিস নারে আর

এই অভাগার খোঁজ

ভালো থাকিস বন্ধুরে তুই

সুখে থাকিস রোজ

কষ্ট করে নিস নারে আর

এই অভাগার খোঁজ

একলা জীবন অনেক ভালোই রে..বন্ধু

এখন আমি সুখেই আছি বেশ

তোরে ভালোবাসতে গিয়ে রে..বন্ধু

বদলে গেছে মনের পরিবেশ

猜你喜欢