menu-iconlogo
huatong
huatong
avatar

যে আমার আপন ছিলো

Emon Khanhuatong
oddflower21huatong
歌词
作品

যে আমার আপন ছিল

যে আমার জীবন ছিল।

সে কেন মন বাঙিয়া

ভালবাসার ঘর বাঙিয়া।

অন্নের বুকে বাসা কেন বান্দে রে

তার লাগিয়া দুই নয়ন কান্দে রে এ...আমার

তার লাগিয়া দুই নয়ন কান্দে রে।

যে আমার আপন ছিল

যে আমার জীবন ছিল।

সে কেন মন বাঙিয়া

ভালবাসার ঘর বাঙিয়া।

অন্নের বুকে বাসা কেন বান্দে রে..

তার লাগিয়া দুই নয়ন কান্দে রে এ...আমার

তার লাগিয়া দুই নয়ন কান্দে রে ....

আমাকে ফলো করুন

ও তার ঐ বুকেতে সুধুই ছিল আমার বসো.বাস..

সেকি আমায় ভুলে সুখে আছে হয় নারে বিশ্বাস

ও তার ঐ বুকেতে সুধুই ছিল আমার বসো বাস..

সেকি আমায় ভুলে সুখে আছে হয় নারে বিশ্বাস

আমি জানি সে কোন দিন

সুখ পাবেনা আমায় বিহিন

আমি জানি সে কোন দিন

সুখ পাবেনা আমায় বিহিন

যতো দিন জোসনা আছে আকাসের ঐ চান্দে রে..

তার লাগিয়া দুই নয়ন কান্দে রে এ...আমার

তার লাগিয়া দুই নয়ন কান্দে রে..

ঐ পাষান কে ভালবেসে করেছি যে ভুল....

তাই সুখের আশায় হারাইলাম আজ

একুল আর ওকুল

কেউ কপি করবেন না

ঐ পাষান কে ভালবেসে করেছি যে ভুল....

তাই সুখের আশায় হারাইলাম আজ

একুল আর ওকুল

তবু আমার এই অন্তরে

তার সৃএিরা বশোধ করে

তবু আমার এই অন্তরে

তার সৃএিরা বশোধ করে

আকাশ জানে বাতাশ জানে

জানে না মোর বন্ধ রে

তার লাগিয়া দুই নয়ন কান্দে রে এ...আমার

তার লাগিয়া দুই নয়ন কান্দে রে..

যে আমার আপন ছিল

যে আমার জীবন ছিল।

সে কেন মন বাঙিয়া

ভালবাসার ঘর বাঙিয়া।

অন্নের বুকে বাসা কেন বান্দে রে

তার লাগিয়া দুই নয়ন কান্দে রে এ...আমার

তার লাগিয়া দুই নয়ন কান্দে রে।

যে আমার আপন ছিল

যে আমার জীবন ছিল।

সে কেন মন বাঙিয়া

ভালবাসার ঘর বাঙিয়া।

অন্নের বুকে বাসা কেন বান্দে রে..

তার লাগিয়া দুই নয়ন কান্দে রে এ...আমার

তার লাগিয়া দুই নয়ন কান্দে রে ....

ধন্যবাদ

更多Emon Khan热歌

查看全部logo

猜你喜欢