তোমার চোখের মাঝে
Singer: Fahmida and Bappa
Arranged By Rana
*************
*************
(M)তোমার চোখের মাঝে আছে নীলাকাশ
তবে দোষ দেবে কি বল
মন যদি ভালবাসে হতে চায় পাখি
হতে চায় পাখি
*************
(F)তোমার চোখের মাঝে আছে নীলাকাশ
তবে দোষ দেবে কি বল
মন যদি ভালবাসে হতে চায় পাখি
হতে চায় পাখি
*************
*************
(M)ফাগুনের জলে
গল্প আমার লেখা শেষ হলে
সুন্দরী রাত ছুয়ে
সূর্যের হাত ছুয়ে
ফিরব তোমার কাছে
*************
(F)ফাগুনের জলে
গল্প আমার লেখা শেষ হলে
সুন্দরী রাত ছুয়ে
সূর্যের হাত ছুয়ে
ফিরব তোমার কাছে
*************
(M)শুধু হৃদয় দিও
হাতে দিও রাখি
হাতে দিও রাখি
*************
*************
(F)যদি ব্যথা ঝরে
মনে পরে পুরানো অভিমান
বাঁধবো সুরে সুরে
নতুন বেহালায়
সপ্নেরি গান
*************
(M)যদি ব্যথা ঝরে
মনে পরে পুরানো অভিমান
বাঁধবো সুরে সুরে
নতুন বেহালায়
সপ্নেরি গান
*************
(F)শুধু হৃদয় দিও
হাতে দিও রাখি
হাতে দিও রাখি
(M+F)তোমার চোখের মাঝে আছে নীলাকাশ
তবে দোষ দেবে কি বল
মন যদি ভালবাসে হতে চায় পাখি
হতে চায় পাখি
==ধন্যবাদ==