menu-iconlogo
huatong
huatong
fossils-hansnuhana-cover-image

Hansnuhana

Fossilshuatong
bofusbofushuatong
歌词
作品
ও মৌ তুমি জানো না যে মাঝরাতে

একঘেয়ে এই বিছানাতে

আজও কথা বলি কার সাথে

হুম হুম

জানি না

কার কী যায় বা আসে তাতে

তাই গান গাই রাস্তাতে

আর ভুলে যাই পস্তাতে

হুম হুম

জীবন জীবন

চলছে না আর সোজাপথে

দ্যাখো আজও হাসি কোনওমতে

বেঁচে গেছি বলি হ'তে হ'তে

হয়তো হয়তো মরে গেলে হ'ত বেশি ভাল

কেন এত সুখ ফেলে গেলো

জীবনের সেরা স্মৃতিগুলো

আহ আহ

স্মৃতি এসে রোজ দরজাতে

কড়া নাড়ে আর হাত পাতে

আর ভেঙে পড়ে কান্নাতে

হুম হুম

উৎপাতে হয়ে দিশেহারা

তার ভয়ে হই ঘরছাড়া

দিই পলায়নে আশকারা

আমায়

এই প্রাণ

এইভাবে পলাতক হ'ল

তবু যাবে কাঁহাতক বলো

শেষ হয়ে গেলো পেট্রোলও

থামি

সুনশান ফাঁকা বাই পাসএ

আর হৃদয়ের সারকাছএ

স্মৃতি দেয় দুয়ো আর হাসে

বলো

ঘৃণা করবে কি প্রিয়তমা

যদি চেয়ে নিতে বলি ক্ষমা

বলি সো কেসটা দিতে জমা

হুম হুম

এ হৃদয়

দপ্তর পাল্টাচ্ছে না

অবসর নেওয়া যাচ্ছে না

আরে ফুটেছে হাসনুহানা

তাকাও

জীবন

চলছে না আর সোজাপথে

দ্যাখো আজও হাসি কোনওমতে

বেঁচে গেছি বলি হ'তে হ'তে

হয়তো

মরে গেলে হ'ত বেশি ভাল

কেন এত সুখ ফেলে গেলো

জীবনের সেরা স্মৃতিগুলো

এই প্রাণ

এইভাবে পলাতক হ'ল

তবু যাবে কাঁহাতক বলো

শেষ হয়ে গেলো পেট্রোলও

থামি

সুনশান ফাঁকা বাই পাসএ

আর হৃদয়ের সারকাছ

স্মৃতি দেয় দুয়ো আর হাসে

ওহ ওহ

更多Fossils热歌

查看全部logo

猜你喜欢