menu-iconlogo
huatong
huatong
avatar

Mon Valo Nei Barebar Mone Hoy Kanta's Library

Fuad/Shantohuatong
Singing_Lover_🎤🎤🎤🎤🎤🎤huatong
歌词
作品
মন ভালো নেই , বারে বারে মনে হয়

তুমি পাশে নেই, ভাবি ধুর যাই কেন কাটেনা সময় ?

সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই

বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়

রাতে কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ, নিঃস ভেবে যাই

ভালোবাসী তোমায় এতটা

রাতে কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ, নিঃস ভেবে যাই

ভালোবাসী তোমায় এতটা

তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়

তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায় ?

তোমার জন্য বেদনার গান লিখেছি

বুকে সব সৃতিগুলো এক করে সুর বেধেছি

মনে একটাই সুখ, আমাকেও খুব ভালোবাসো তুমি তাই

ভালোবাসী তোমায় এতটা !

রাতে কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ, নিঃস ভেবে যাই

ভালোবাসী তোমায় এতটা

জানি তুমি ভালো নেই আমায় একা রেখে

ভিশন কষ্টে আছ আমাকে না দেখে

কতদিন দেখিনি তোমার মুখ খানি

ক্ষনিকের জন্য থাক আর যেখানে

ফেলে তুমি আসবেই আমার এ জীবনে কারণ,

ভালোবাসো আমায় এতটা !

更多Fuad/Shanto热歌

查看全部logo

猜你喜欢