সেই তুমি সেই আমি
নেই তো আগের মতো
মাঝে কিছু কেটেছে বছর
সুখ দুঃখের কিছু প্রহর
দুজনের ভালোবাসা
নিয়তির কাছে হয়েছে নত
সেই তুমি সেই আমি
নেই তো আগের মতো
মাঝে কিছু কেটেছে বছর
সুখ দুঃখের কিছু প্রহর
দুজনের ভালোবাসা
নিয়তির কাছে হয়েছে নত
সেই তুমি সেই আমি
নেই তো আগের মতো ....
যদি প্রশ্ন করি
সঠিক জবাব কি দেবে
নাও তুমি ভেবে
যদি প্রশ্ন করি
সঠিক জবাব কি দেবে
নাও তুমি ভেবে
একটি ভুলের কাছে তোমার আমার প্রেম
হয়েছে নতুন
সেই তুমি সেই আমি
নেই তো আগের মতো .....
কালের বৈঠা হাতে
পিছু নৌকা ভাসাও
দেখতে কি পাও
কালের বৈঠা হাতে
পিছু নৌকা ভাসাও
দেখতে কি পাও
একটি ভুলের কাছে তোমার আমার প্রেম
হয়েছে গত
সেই তুমি সেই আমি
নেই তো আগের মতো
মাঝে কিছু কেটেছে বছর
সুখ দুঃখের কিছু প্রহর
দুজনের ভালোবাসা
নিয়তির কাছে হয়েছে নত
সেই তুমি সেই আমি
নেই তো আগের মতো ....