Intro: D#--Fm--Gm--Bb--D#
(D#)এই মেঘলা দিনে (G#)একলা
ঘরে (Fm)থাকে নাতো (Bb)মন,
কাছে (G#)যাবো কবে (D#)পাবো
ওগো (Bb)তোমার নিমন(D#)ত্রণ?
(D#)এই মেঘলা দিনে (G#)একলা
ঘরে (Fm)থাকে নাতো (Bb)মন,
কাছে (G#)যাবো কবে (D#)পাবো
ওগো (Bb)তোমার নিমন(D#)ত্রণ?
Music: D#--G#--D#
D#--G#--D#
D#--Bb--D#
(D#)যুঁথি বনে ঐ (G#)হাওয়া,
করে শুধু আসা (D#)যাওয়া।
Music: D#-G#--D#
(D#)যুঁথি বনে ঐ (G#)হাওয়া,
করে শুধু আসা (D#)যাওয়া।
(D#)হায় হায়রে দিন (G#)যায়রে
ভরে (Fm)আঁধারে ভূ(Bb)বন
কাছে (G#)যাবো কবে (D#)পাবো
ওগো (Bb)তোমার নিমন(D#)ত্রণ?
(D#)এই মেঘলা দিনে (G#)একলা
ঘরে (Fm)থাকে নাতো (Bb)মন,
কাছে (G#)যাবো কবে (D#)পাবো
ওগো (Bb)তোমার নিমন(D#)ত্রণ?
Music: Bb--G#--D#, Bb--G#--D#
শুধু (Bb)ঝরে ঝরো (D#)ঝরো
আজ (Bb)বারি সারা(D#)দিন,
আজ (G#)যেন মেঘে (D#)মেঘে
হলো (Bb)মনযে উদা(D#)সীন।
শুধু (Bb)ঝরে ঝরো (D#)ঝরো
আজ (Bb)বারি সারা(D#)দিন,
আজ (G#)যেন মেঘে (D#)মেঘে
হলো (Bb)মনযে উদা(D#)সীন।
Music: D#--G#--D#
D#--G#--D#
D#--Bb--D#
(D#)আজ আমি ক্ষণে (G#)ক্ষণে,
কিযে ভাবি আন(D#)মনে।
Music: D#-G#--D#
(D#)আজ আমি ক্ষণে (G#)ক্ষণে,
কিযে ভাবি আন(D#)মনে।
(D#)তুমি আসবে ওগো (G#)হাসবে,
কবে (Fm)হবে সে মি(Bb)লন?
কাছে (G#)যাবো কবে (D#)পাবো
ওগো (Bb)তোমার নিমন(D#)ত্রণ?
(D#)এই মেঘলা দিনে (G#)একলা
ঘরে (Fm)থাকে নাতো (Bb)মন,
কাছে (G#)যাবো কবে (D#)পাবো
ওগো (Bb)তোমার নিমন(D#)ত্রণ?