menu-iconlogo
huatong
huatong
avatar

Allah Nobijir Naam

Hasanhuatong
mariechoycorciegahuatong
歌词
作品
আশেপাশের ময়মুরুব্বি যে আছেন যেথায়

সত্যি কথা হায় এই অন্ধ-কালা কয়

জগৎ নামের ইস্টিশনে কারো থাকন নাই

কারো থাকন নাই এই ইস্টিশনে, ভাই

একবার আইসা থাইক্কা যাইবা, এমন হবার নয়

সবার যাইতে হয় এক নতুন ঠিকানায়

হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান কারো নিস্তার নাই

কারো নিস্তার নাই, না হইলে মুমিন ভাই

আমার আল্লাহ নবীজির নাম

ও আমার আল্লাহ নবীজির নাম

লও আল্লাহ নবীজির নাম

ও আমার আল্লাহ নবীজির নাম

আল্লাহর কাছে সবই আছে একটি জিনিস নাই

নাইরে মিথ্যা নাই, তার সবই সত্যি, ভাই

নবী বলছেন, "নামাজ পড়ো, রোজা রাখো" তাই

এই দুনিয়ায়, ভাই বেহেশত যদি চাই

বাড়ি-গাড়ি, টাকা-কড়ি কিছুই রবে না

সঙ্গে যাবে না, সব হইয়া যাইবো ছাঁই

মাটির দেহ মাটি হইয়া মিলবো মাটিতে

হইবো যাইতে সেই আন্ধার ঘরে, ভাই

আমার আল্লাহ নবীজির নাম

ও আমার আল্লাহ নবীজির নাম

লও আল্লাহ নবীজির নাম

ও আমার আল্লাহ নবীজির নাম

পিতা-মাতার মত আপন দুনিয়াতে নাই

নাইরে আপন নাই, বৃথা খুঁইজো না, ভাই

নিজে খাইছেন না খাইছেন কী তাহার হিসাব নাই

নাইরে হিসাব নাই, সব সন্তানদের খাওয়ায়

কত যত্নে লালন-পালন করছেন জীবনভর

হইয়ো না তার পর, তয় কানবা জনমভর

প্রাণের আপন সদাই যেই জন কাছে না আর রয়

সত্যি কথা হায় এই অন্ধ-কালা কয়

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আল্লাহ নবীজির নাম

ও আমার আল্লাহ নবীজির নাম

লও আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

লও আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

লও আল্লাহ...

更多Hasan热歌

查看全部logo

猜你喜欢