menu-iconlogo
huatong
huatong
avatar

Valobasha o oporadh

Hasan arkhuatong
Ɲυcʟεαя-вσмвhuatong
歌词
作品
Valobasha O Oporadh

#Artist: Hasan

#Album: Dag Theke Jay

তুমি আমার... আমার

তুমি আমার... আমার

ভালোবাসা যদি অপরাধ হয়

সেই অপবাদ কাঁধে নিয়ে আমি

অনাদিকাল সেই অপরাধ

আমি তোমারি সাথে করে যাব

গোধূলি রাঙ্গা হ্রদে হৃদয়

ভিজিয়ে তোমার ঐ মন ভেজাব

ও সাজাব, সাজাব

আমি তোমাতেই স্বপ্ন হবার

আমি সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই

তুমি আমার একান্তই আমার

এই বিপ্লবী মন বিদ্রোহী হয়ে বলে

তোমার সে শুধুই তোমার

আমি সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই

তুমি আমার একান্তই আমার

এই বিপ্লবী মন বিদ্রোহী হয়ে বলে

তোমার সে শুধুই তোমার

----

----

মিশে আছো অস্তিত্বে আমার

তবুও মনে জাগে কেনো ভয়

ওহ ভয় হুম ভয়

যদি তোমাকেই হারাতে হয়

তুমি হীনা প্রতি মুহূর্তকে মনে হয়

এক যুগের মত হায় কত

স্বর্গীয় ভালোবাসা আমার

আমি সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই

তুমি আমার একান্তই আমার

এই বিপ্লবী মন বিদ্রোহী হয়ে বলে

তোমার সে শুধুই তোমার

আমি সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই

তুমি আমার একান্তই আমার

এই বিপ্লবী মন বিদ্রোহী হয়ে বলে

তোমার সে শুধুই তোমার

Ahah ahaha ahaha

আমি সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই

তুমি আমার একান্তই আমার

এই বিপ্লবী মন বিদ্রোহী হয়ে বলে

তোমার সে শুধুই তোমার

আমি সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই

তুমি আমার একান্তই আমার

এই বিপ্লবী মন বিদ্রোহী হয়ে বলে

তোমার সে শুধুই তোমার

আমি সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই

তুমি আমার একান্তই আমার

এই বিপ্লবী মন বিদ্রোহী হয়ে বলে

তোমার সে শুধুই তোমার

更多Hasan ark热歌

查看全部logo

猜你喜欢