M=জানিনা জানিনা কেনো এমন হয়
তুমি আর নেই সে তুমি
হাসো না হাসো না সে হাসি মধুময়
তুমি আর নেই সে তুমি
F=এই সুন্দর সর্নালি সন্ধায়
একি বন্ধনে ঝড়ালে গো বন্ধু
এই সুন্দর সর্নালি সন্ধায়
একি বন্ধনে ঝড়ালে গো বন্ধু
M=যেনো অন্য রকম এক ভালোবাসাতে
ডুবে আছি তুমি কাছে আসাতে
মন যেনো এক উদাসী কবি
FM=ভালো লাগে রাত ভালো লাগে চাঁদ
ভালো লাগেরে সবই
ভালো লাগে ফুল কিছু কিছু ভুল
ভালো লাগেরে সবই
F=আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আজ তোমার সাথে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে
M=রঙ ধনু ভালো লাগে
নীল আকাশ ভালো লাগে
ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ
তার চেয়ে ভালো লাগে তারার উঠো নেতে
যেগে থাকা সেই রাত
F=আমি সোনা কাঠি ছুই নাকি রুপা কাঠি ছুই
আমি যানিনা কিছুই তো কিছুই
আমি সোনা কাঠি ছুই নাকি রুপা কাঠি ছুই আমি
যানিনা কিছুই তো কিছুই
M=তুমি আমার মনের মানুষ মনেরি ভেতর
তুমি আমার মনের মানুষ মনেরি ভেতর
MF=তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর
তুমি আমায় কইরো নাগো কোনদিনও পর