menu-iconlogo
huatong
huatong
-bosonto-ese-geche-cover-image

Bosonto Ese Geche

حبيبي huatong
lodeiroulhuatong
歌词
作品
বাতাসে বহিছে প্রেম

নয়নে লাগিল নেশা

কারা যে ডাকিল পিছে

বসন্ত এসে গেছে

মধুর অমৃত বাণী

বেলা গেল সহজেই

মরমে উঠিল বাজি

বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের

ধুলি মাখা চরণে

মাথা নত করে রব

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

গগনের নভোঃনীলে

ঘুমের গোপনে

বাজে ঐ বাজে ঐ বাজে ঐ

পলাশের নেশা মাখি চলেছি দুজনে

বাসনার রং এ মিশি শ্যামলে স্বপনে

কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

পূর্নিমা রাতে ঐ ছোটা ছুটি করে কারা

দখিনা পবনে দোলে

কেমনে গাঁথিব মালা

কেমনে বাজিবে বেণু

আবেগে কাপিছে আঁখি

বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের

ধুলি মাখা চরণে

মাথা নত করে রব

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

এই বসন্তের অনেক জন্ম আগে

তোমায় প্রথম দেখেছিলেম আমি

হেটেছিলেম নিরুদ্দেশের পানে

সেই বসন্ত এখন ভীষণ দামি

আমার কাছে তোমার কাছে

আমার কাছে

বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের

ধুলি মাখা চরণে

মাথা নত করে রব

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

更多 حبيبي 热歌

查看全部logo

猜你喜欢