[M]""চাঁদ মেঘে লুকালো""
""তোমাকে দেখে প্রিয়া""..
-=[ ছবি:-এই মন চায় যে ]=-
-=[ এন্ড্রো কিশোর/কনকচাঁপা ]=-
-=[ চয়েস:-কামরুল ]=-
[M]""চাঁদ মেঘে লুকালো""
""তোমাকে দেখে প্রিয়া""~~
""রাত বুঝি ঘুমালো""
""এসো না বুকে প্রিয়া""
""ঝিরঝির হাওয়া,শিরশির ছোঁয়া""
""ঢেউ জেগেছে,ঝড় উঠেছে""
""এ মনে হায় এ মনে""
""কেউ জানে না""
""ও হো হো হো""
""চাঁদ মেঘে লুকালো""
""তোমাকে দেখে প্রিয়া""~~
""রাত বুঝি ঘুমালো""
""এসো না বুকে প্রিয়া""..
-=[আপলোড//রাসেল মাহমুদ]=-
-=[আইডি:-100042859294]=-
[M]""আরো কাছেতে তুমি এসো না""
[F]""আরে না বাবা না বাবা না না না""
[M]""এতো দূরেতে তুমি থেকো না""
[F]""আরে না বাবা না কাছে যাবো না""
""দূর থেকে তুমি,প্রান ভরে দেখো""
[M]""কেমনে দেখি,তুমি বলো""
[F]""চাঁদ কে যেমন,দেখে চখুর""~~~
[M]""এই ঝিরঝির হাওয়া,শিরশির ছোঁয়া""
""ঢেউ জেগেছে,ঝড় উঠেছে""
""এ মনে হায় এ মনে""
""কেউ জানে না""
[F]""ও হো হো হো""
""চাঁদ মেঘে লুকালো""
[M]""তোমাকে দেখে প্রিয়া""~~
[F]""রাত বুঝি ঘুমালো""
[M]""এসো না বুকে প্রিয়া""..
-=[আপলোড//রাসেল মাহমুদ]=-
-=[আইডি:-100042859294]=-
[M]""ওই আঁচলে বাঁধা রবো গো""
[F]""আরে না বাবা না বাবা না না না""
[M]""ওই কাঁজলে মিশে যাবো গো""
[F]""আরে না বাবা না সে তো হবেনা""
""আরো কিছু দিন সবুর করো না""
[M]""কেমনে থাকি তুমি বলো না""
[F]""মেঘের আসায় যেমন থাকে ময়ূর""~~~
""এই ঝিরঝির হাওয়া,শিরশির ছোঁয়া""
""ঢেউ জেগেছে,ঝড় উঠেছে""
""এ মনে হায় এ মনে""
""কেউ জানে না""
-=[ Orginal music For ]=-
-=[ follow me ]=-
-=[ ধন্যবাদ ]=-