menu-iconlogo
huatong
huatong
iman-chakraborty-keno-jamini-na-jete-jagale-na-cover-image

KENO JAMINI NA JETE JAGALE NA

Iman Chakrabortyhuatong
tontomtontomhuatong
歌词
作品
কেন যামিনী না যেতে জাগালে না,

বেলা হল মরি লাজে।

কেন যামিনী না যেতে জাগালে না,

শরমে জড়িত চরণে কেমনে

চলিব পথেরি মাঝে।

কেন যামিনী না যেতে জাগালে না,

বেলা হল মরি লাজে।

কেন যামিনী না যেতে জাগলে না।

আলোকপরশে মরমে মরিয়া

হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া,

কোনোমতে আছে পরান ধরিয়া

কামিনী শিথিল সাজে॥

কেন যামিনী না যেতে জাগালে না

বেলা হল মরি লাজে।

কেন যামিনী না যেতে জাগালে না।

নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ

উষার বাতাস লাগি,

রজনীর শশী গগনের কোণে

লুকায় শরণ মাগি।

পাখি ডাকি বলে 'গেল বিভাবরী',

বধূ চলে জলে লইয়া গাগরি।

আমি এ আকুল কবরী আবরি

কেমনে যাইব কাজে।

কেন যামিনী না যেতে জাগালে না

বেলা হল মরি লাজে।

কেন যামিনী না যেতে জাগালে না,

শরমে জড়িত চরণে কেমনে

চলিব পথেরই মাঝে

কেনো যামিনী না যেতে জাগলে না

বেলা হলো মরি লাজে

কেনো যামিনী না যেতে জাগলে না...

更多Iman Chakraborty热歌

查看全部logo

猜你喜欢