menu-iconlogo
logo

Bondhugo Shono

logo
歌词
F=এ আমার কি হলো

পাগল পাগল লাগে

হাওয়া এসে জানিয়ে দিল

এমন তো হয়নি আগে

M=এ আমার কি হলো

পাগল পাগল লাগে

হাওয়া এসে জানিয়ে দিল

এমন তো হয়নি আগে

F=বাতাসের শিষ

কথা ফিসফিস

সেও তোমারই

M=এই দোটানা জানছোনা

সেও তোমারই

বন্ধু গো শোনো...

তুমি ছাড়া আমি...

আমি ছাড়া তুমি...

মানে হয়না কোনো

বন্ধু গো শোনো....

তুমি ছাড়া আমি....

আমি ছাড়া তুমি

মানে হয়না কোনো

F=এতো ভালোবাসা.....

কি করে বাসলাম

বিধাতা জানে

কেন কোন সে টানে

এতো কাছে আসলাম

M=এতো ভালোবাসা

কি করে বাসলাম

বিধাতা জানে

কেন কোন সে টানে

এতো কাছে আসলাম

বাতাসের শিষ কথা ফিসফিস

সেও তোমারই

F=এই দোটানা জানছোনা

সেও তোমারই

M=বন্ধু গো শোনো...

তুমি ছাড়া আমি...

আমি ছাড়া তুমি...

মানে হয়না কোনো

বন্ধু গো শোনো....

তুমি ছাড়া আমি....

আমি ছাড়া তুমি

মানে হয়না কোনো।

Bondhugo Shono Imran Mahmudul/Dilshad Nahar Kona - 歌词和翻唱