menu-iconlogo
huatong
huatong
avatar

Jodi Brishti Hosh

Imran Mahmudul/Trissha Chatterjeehuatong
silvertag21huatong
歌词
作品
যদি বৃষ্টি হোস, চোখে দৃষ্টি হোস

নিয়ে যাবো যে মেঘের পাড়ায়

যদি বৃষ্টি হোস, চোখে দৃষ্টি হোস

নিয়ে যাবো যে মেঘের পাড়ায়

কেউ কি জানে কোন সে টানে

এই মন কেন দু′পা বাড়ায়?

খুব আদরে রেখেছি বুকে

এখানে স্বপ্নগুলো মেশে

আনকোরা যত সুখ আছে

ধরেছি বাজি তোরই কাছে

যদি বৃষ্টি হোস, চোখে দৃষ্টি হোস

নিয়ে যাবো যে মেঘের পাড়ায়

কেউ কি জানে কোন সে টানে

এই মন কেন দু'পা বাড়ায়?

চুপি চুপি সে বলে গেছে

আমি ছুটেই যাবো তোর কাছে

আগে বুঝিনি কেন আমি যে

ভালোবাসাতে এত সুখ আছে?

যদি বৃষ্টি হোস, চোখে দৃষ্টি হোস

নিয়ে যাবো যে মেঘের পাড়ায়

কেউ কি জানে কোন সে টানে

এই মন কেন দু′পা বাড়ায়?

ইচ্ছে করে দেখি সারাটা দিন

তোকে ছাড়া বাঁচাটা খুব কঠিন

তোর হাসির মায়ায় এ জীবন

এক পলকে হয়ে যায় রঙিন

যদি বৃষ্টি হোস, চোখে দৃষ্টি হোস

নিয়ে যাবো যে মেঘের পাড়ায়

কেউ কি জানে কোন সে টানে

এই মন কেন দু'পা বাড়ায়?

更多Imran Mahmudul/Trissha Chatterjee热歌

查看全部logo

猜你喜欢