গান: বাসিবো ভালো
শিল্পী: ইমরান মাহমুদুল & কণা
নাটক: উড়াল পাখি
মিউজিক আপলোড: AR.Rumi+Imu
গান রেকর্ড করার সময় অবশ্যই হেডফোন সাউন্ড কমিয়ে নিবেন।
মেয়ে:] সখী তোমারে বাধিবো,
তোমারই থাকিবো৷
বাসিবো ভালো শুধু তোমারে।
সখী তোমারে বাধিবো-,
তোমারই থাকিবো-৷
বাসিবো ভালো শুধু তোমারে।
সখী তোমারে রাখিবো খুব আদরে---৷
হো--- সখী তোমারে রাখিবো খুব আদরে৷
সখী তোমারে বাধিবো,
তোমারই থাকিবো--৷
বাসিবো ভালো শুধু-- তোমারে।
༺?AR.Rumi+Imu?༻
মেয়ে:] কি যাদু করেছ,
কি মায়া দিয়েছ।
পারিনা তোমারে ভুলিতে।
চোখেরই কাজলে,
সুখেরই আচলে।
রয়েছ মিশে তুমি প্রাণেতে।
জনমে জনমে তোমারে গো চাই।
মরণেও পাই যেনো ওপারে।
ছেলে:] সখী তোমারে বাধিবো,
তোমারই থাকিবো৷
বাসিবো ভালো শুধু তোমারে।
༺?AR.Rumi+Imu?༻
মেয়ে:] ডুবিলে ডুবিবো।
ভাসিলে ভাসিবো,
তোমারই দুহাতে ধরিয়া,
মরিলে মরিবো,
বাঁচিলে বাঁচিবো।
কখনো যাবোনা- ছাড়িয়া।
ছেলে:] জনমে জনমে তোমারে গো চাই।
মরণেও পাই যেনো ওপারে।
মেয়ে:] সখা তোমারে বাঁধিবো,
তোমারই থাকিবো।
বাসিবো ভালো শুধু তোমারে,
ছেলে:] সখী তোমারে বাঁধিবো,
তোমারই থাকিবো।
বাসিবো ভালো শুধু তোমারে,
মেয়ে:] বাসিবো ভালো শুধু তোমারে,
দুজনে:] বাসিবো ভালো শুধু তোমারে।
༺?AR.Rumi+Imu?༻
মিউজিক কপি করা থেকে বিরত থাকুন।