menu-iconlogo
huatong
huatong
james--cover-image

তোর প্রেমেতে অন্ধ হলাম

Jameshuatong
seamus_starhuatong
歌词
作品
তোর প্রেমেতে অন্ধ হলাম

কি দোষ দিবি তাতে ,

বন্ধু তোরে খুঁজে বেড়াই ,

সকাল দুপুর রাতে ।

তোর প্রেমেতে অন্ধ হলাম

কি দোষ দিবি তাতে ,

বন্ধু তোরে খুঁজে বেড়াই ,

সকাল দুপুর রাতে ।

আগুন জেনেও পুড়লাম আমি

দিলাম তাতে ঝাপ ,

তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু

ছিলো পুরোটাই পাপ ।

আগুন জেনেও পুড়লাম আমি

দিলাম তাতে ঝাপ ,

তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু

ছিলো পুরোটাই পাপ ।

তোর প্রেমেতে অন্ধ হলাম

কি দোষ দিবি তাতে ,

বন্ধু তোরে খুঁজে বেড়াই ,

সকাল দুপুর রাতে ।

তোর কারনে ভুললাম আমি

গোত্র জাতি কুল ,

কাঁটার সাথে করলাম সন্ধি ,

পায়ে পিষে ফুল ।

তোর কারনে ভুললাম আমি

গোত্র জাতি কুল ,

কাঁটার সাথে করলাম সন্ধি ,

পায়ে পিষে ফুল ।

কেমন করে সইবো আমি

প্রেম আগুনের তাপ ,

তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু

ছিলো পুরোটাই পাপ ।

কেমন করে সইবো আমি

প্রেম আগুনের তাপ ,

তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু

ছিলো পুরোটাই পাপ ।

All ভাইয়া আপু সবাই কে বলছি,,

যারা আমাদের C.V.S group আসতে চান

আমাদের group যোগদান করতে চান,,

আমাকে..,,ইনবক্স sms করবেন ।অথবা,,

আমার invit করা গান এর সাথে জইন করে।।।

পথ হারানো পথিক হলাম

সব হারিয়ে নিঃস্ব ।

তোর আমার এই প্রেমের

কি দাম দেবে বিশ্ব ।

পথ হারানো পথিক হলাম

সব হারিয়ে নিঃস্ব ।

তোর আমার এই প্রেমের

কি দাম দেবে বিশ্ব ।

প্রেমের নামে কিনলাম আমি

নিঠুর অভিশাপ ,

তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু

ছিলো পুরোটাই পাপ ।

প্রেমের নামে কিনলাম আমি

নিঠুর অভিশাপ ,

তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু

ছিলো পুরোটাই পাপ ।

তোর প্রেমেতে অন্ধ হলাম

কি দোষ দিবি তাতে ,

বন্ধু তোরে খুঁজে বেড়াই ,

সকাল দুপুর রাতে ।

更多James热歌

查看全部logo

猜你喜欢