menu-iconlogo
huatong
huatong
jhinuk-tumi-amar-apon-hoila-na-original-surajit-paul-cover-image

Tumi Amar Apon Hoila Na (Original) || Surajit Paul ||

Jhinukhuatong
༺᳀Singer_Surajit᳀༻huatong
歌词
作品
গীতরচনা ~ এ.বি. বাবু

কন্ঠদান ~ ঝিনুক

সুরকার ~ মুন্সি জুয়েল

তোমার নেশায় পাগল আমি তুমি পাগল কিসে..

মুখে তোমার যত মধু অন্তর ভরা বিষে..

তোমার নেশায় পাগল আমি তুমি পাগল কিসে

মুখে তোমার যত মধু অন্তর ভরা বিষে

বন্ধু তুমি আমার আপন হইলা না..

বলো কারে ভালোবেসে

তুমি আমার আপন হইলা না..

বলো কারে ভালোবেসে.

আপলোডার ~ সুরজিৎ পাল

অনুসরণ ~ Singer_Surajit (লহরী)

কলিজা পুড়াইলা তুমি মনে বাসা বেঁধে.

শত ব্যথা দিলা বন্ধু বুকে মাথা রেখে.

কলিজা পুড়াইলা তুমি মনে বাসা বেঁধে.

শত ব্যথা দিলা বন্ধু বুকে মাথা রেখে.

সরলতার সুযোগ নিয়া মারলা আমায় পিষে

সরলতার সুযোগ নিয়া মারলা. আমায় পিষে

বন্ধু তুমি আমার আপন হইলা না..

বলো কারে ভালোবেসে.

তুমি আমার আপন হইলা না..

বলো কারে ভালোবেসে

আপলোডার ~ সুরজিৎ পাল

অনুসরণ ~ Singer_Surajit (লহরী)

দুখেরি এক কারা.গারে করলা আমায় বন্দি.

আমার সঙ্গ ছাইড়া দিয়া কারে বানাও সঙ্গী.

দুখেরি এক কারা.গারে করলা আমায় বন্দি.

আমার সঙ্গ ছাইড়া দিয়া কারে বানাও সঙ্গী

দুই নয়নের জলে এখন বুকটা সদায় ভাসে

আরে দুই নয়নের জলে এখন বুকটা সদায় ভাসে

বন্ধু তুমি আমার আপন হইলা না..

বলো কারে ভালোবেসে.

তুমি আমার আপন হইলা না..

বলো কারে ভালোবেসে

তোমার নেশায় পাগল আমি তুমি পাগল কিসে

মুখে তোমার যত মধু অন্তর ভরা বিষে

বন্ধু তুমি আমার আপন হইলা না..

বলো কারে ভালোবেসে

তুমি আমার আপন হইলা না..

বলো কারে ভালোবেসে.

তুমি আমার আপন হইলা না..

বলো কারে ভালোবেসে.

তুমি আমার আপন হইলা না..

বলো কারে ভালোবেসে.

更多Jhinuk热歌

查看全部logo

猜你喜欢