menu-iconlogo
huatong
huatong
avatar

HD kalo Shari কালো শাড়ি

jishan khan suvohuatong
kryderuuogphuatong
歌词
作品
Sᴏɴɢ: Kᴀʟᴏ Sʜᴀʀɪ

Sɪɴɢᴇʀ: Jɪsʜᴀɴ Kʜᴀɴ Sᴜᴠᴏ

Kᴀʀᴀᴏᴋᴇ:

কালো শাড়ির সাথে

কালো চুড়ি হাতে

খোঁপায় যেন থাকে বনফুল,

কালো শাড়ির সাথে

কালো চুড়ি হাতে

খোঁপায় যেন থাকে বনফুল।

কোন মনখারাপের রাতে

দেখা হয় যদি তার সাথে

আমি দু'চোখ ভরে দেখব

করবো না আর ভুল

কালো শাড়ির সাথে

কালো চুড়ি হাতে

খোঁপায় যেন থাকে বনফুল

হাত রেখে হাতে,দুজনে একসাথে

পাশাপাশি চলা হয়না...!

তোর কাঁধেতে, মাথাটা রেখে

তারাগুলো গোনা হয়না...!

জানিনা সে কার?

নয় সে আমার!

একি তবে ভুলের মাশুল..

কোন মনখারাপের রাতে

দেখা হয় যদি তার সাথে

আমি দু'চোখ ভরে দেখব

তা করবো না আর ভুল!

কালো শাড়ির সাথে কালো চুড়ি হাতে

খোঁপায় যেন থাকে বনফুল

.

更多jishan khan suvo热歌

查看全部logo

猜你喜欢