ভাবছি এবার বাঁচবো আবার নতুন করে
স্বপ্নগুলো বেচবো না আর জলের দরে
কে ছিল আর কে হারাবার হিসেব কষে
দাঁত দিয়ে আর কাটবো না নখ মুদ্রাদোষে
ভাবছি এবার বাঁচবো আবার নতুন করে
স্বপ্নগুলো বেচবো না আর জলের দরে
কে ছিল আর কে হারাবার হিসেব কষে
দাঁত দিয়ে আর কাটবো না নখ মুদ্রাদোষে
আমার ইচ্ছেগাড়ি চলবে না আর তোমার ইচ্ছেমতো
তুমি ভালো থেকো, সুখে থেকো, থেকো অনাগত
আমার ইচ্ছেগাড়ি চলবে না আর তোমার ইচ্ছেমতো
তুমি ভালো থেকো, সুখে থেকো, থেকো অনাগত
সাজবে এবার মনের বাড়ি, সাজবে আকাশনীলে
কাটবে না ক্ষণ অপেক্ষার পেন্ডুলামে দুলে
সাজবে এবার মনের বাড়ি, সাজবে আকাশনীলে
কাটবে না ক্ষণ অপেক্ষার পেন্ডুলামে দুলে
আজ নতুন দিনের সম্ভাবনায় হারাক দিন বিগত
আজ হেরে যাওয়ার ভয়ে আমার নেই পালাবার ছুতো
আমার ইচ্ছেগাড়ি চলবে না আর তোমার ইচ্ছেমতো
তুমি ভালো থেকো, সুখে থেকো, থেকো অনাগত
হাজার কূলে মন ভেড়ালে কোন খেয়ালে বলো
দিনশেষে ঘরজুড়ে তোমার দুঃখ নেমে এলো
হাজার কূলে মন ভেড়ালে কোন খেয়ালে বলো
দিনশেষে ঘরজুড়ে তোমার দুঃখ নেমে এলো
আজ নতুন দিনের সম্ভাবনায় হারাক দিন বিগত
আজ হেরে যাওয়ার ভয়ে আমার নেই পালাবার ছুতো
আমার ইচ্ছেগাড়ি চলবে না আর তোমার ইচ্ছেমতো
তুমি ভালো থেকো, সুখে থেকো, থেকো অনাগত