অনেক দিন পর
কবির সুমন/ অঞ্জন দত্ত
Arranged by Listener
**************
*****23******
অনেক দিন পর আবার চেনা মুখ
বন্ধু, কী খবর, মুহূর্ত বলুক
অনেক দিন পর আবার চেনা মুখ
বন্ধু, কী খবর, মুহূর্ত বলুক
********59*********
মুহূর্তের টান, মুহূর্তে শরৎ
নতুন এই গান, মুসাফিরের পথ
মুহূর্তের টান, মুহূর্তে শরৎ
নতুন এই গান, মুসাফিরের পথ
শরৎ আসে যায়, মেঘের ফাঁকে নীল
এই শহরটায় অতিথি গাঙচিল
শরৎ আসে যায়, মেঘের ফাঁকে নীল
এই শহরটায় অতিথি গাঙচিল
*********59**********
অতিথি ভালোবাসা হাওয়ায় তোলে সুর
আবার ফিরে আসা, আবার ভরপুর
অতিথি ভালোবাসা হাওয়ায় তোলে সুর
আবার ফিরে আসা, আবার ভরপুর
কেমন আছো বলো, বন্ধু, কী খবর?
আবার গাই চলো, অনেক দিন পর
কেমন আছো বলো, বন্ধু, কী খবর?
আবার গাই চলো, অনেক দিন পর
Listener's Track
---ধন্যবাদ---