menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Gorur Garite

Kamruzzaman rabbi/Sohahuatong
neysihuatong
歌词
作品
আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে

ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধুত শানাই বাজিয়ে

আরে আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে

ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধুত শানাই বাজিয়ে

যাব তোমায় শ্বশুর বাড়ী নিয়ে

যা যা

তোমার ভাঙ্গা গাড়ীতে আমি যাব না

কারও ঘরের ঘরনী আমি হব না

করব না তো কোন দিনও বিয়ে

হে..যাব তোমায় শ্বশুর বাড়ী নিয়ে

আরে আরে রে রে রে করে কি

আরে আরে করে কি করে কি করে কি আরে করে কি

আলতা দেব টিকলি দেব দেব সোনার চুড়ি

না না না না না না

আরে শহর থেকে আনব কিনে বেনারশির শাড়ী

আরে না না না না না না না

গয়না গাটি চাইনা আমি চাইনা শাড়ী চুড়ি

হায় হায় হায় হায়

সবি আমার বাপের বাড়ী আছে ভুরি ভুরি

আরে হায় হায় হায় হায় হায়

গলবে না মন কোন কিছু দিয়ে

হে... যাব তোমায় শ্বশুর বাড়ী নিয়ে

আদর দেব সোহাগ দেব দেব ভালবাসা

না না না না না না

আরে জীবন দিয়ে করব পূরণ তোমার সকল আশা

না না না না না না

দিন দুপুরে মনের ঘরে দিও নাকো হানা

হায় হায় হায় হায়

আরে এসব কথা শোনা পাপ গুরুজনের মানা

আরে হায় হায় হায় হায় হায়

আরে পায়ে ধরি চল বাড়ী নিয়ে

হে... যাব তোমায় শ্বশুর বাড়ী নিয়ে

আরে আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে

ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধুত শানাই বাজিয়ে

যাব তোমায় শ্বশুর বাড়ী নিয়ে

আরে পায়ে ধরি চল বাড়ী নিয়ে

হে... যাব তোমায় শ্বশুর বাড়ী নিয়ে

আরে পায়ে ধরি চল বাড়ী নিয়ে

হে... যাব তোমায় শ্বশুর বাড়ী নিয়ে

আরে পায়ে ধরি চল বাড়ী নিয়ে

হে... যাব তোমায় শ্বশুর বাড়ী নিয়ে

আরে পায়ে ধরি চল বাড়ী নিয়ে

হে... যাব তোমায় শ্বশুর বাড়ী নিয়ে

更多Kamruzzaman rabbi/Soha热歌

查看全部logo

猜你喜欢