menu-iconlogo
huatong
huatong
kanak-chapa-amar-sonar-moyna-pakhi-cover-image

Amar Sonar Moyna Pakhi আমার সোনার ময়না পাখি

Kanak Chapahuatong
skidmark_starhuatong
歌词
作品

আমার সোনার ময়না পাখি

কোন দোষেতে গেলা উইড়া রে...

দিয়া মোরে ফাকি রে আমার

সোনার ময়না পাখি।

MUSIC

KEEP SINGING

️ ️MINRAJ ️ ️

MUSIC

সোনাবরন পাখিরে আমার

কাজল বরন আখি

দিবানিশি মন চাই ওরে...

বাইন্ধা তোরে রাখিরে আমার

সোনার ময়না পাখি।

MUSIC

দেহ দিছি প্রাণ ও দিছি

আর নাই কিছু বাকি

সাজন ফুলের বাসন দিয়া রে...

অঙ্গে দিছি মাখি রে আমার

সোনার ময়না পাখি।

MUSIC

যাইবা যদি নিঠুর পাখি

ভাসাইয়া মোর আখি

এ জীবনও যাবার কালে রে..

পাখি রে.......

এ জীবন ও যাবার কালে রে...

একবার যেন দেখি রে আমার

সোনার ময়না পাখি

কোন দোষেতে গেলা উইড়া রে

দিয়া মোরে ফাকি রে আমার

সোনার ময়না পাখি।

ধন্যবাদ সবাইকে

更多Kanak Chapa热歌

查看全部logo

猜你喜欢