menu-iconlogo
huatong
huatong
kazi-shuvoadity-dokhino-hawa-cover-image

Dokhino Hawa

Kazi Shuvo/Adityhuatong
my85grandprixhuatong
歌词
作品
মনেরই মাঝে এসে তুমি বদলে দিলে সবই

দিনেরাতে এখন আমি আঁকি তোমার ছবি

এত মায়া ছড়ালে, এত সুখে জড়ালে

পৃথিবীটা লাগে যে দামি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

তুমিময় দিনগুলো লাগে বড়ো ভালো

আমার ঘরেতে যেন এলো চাঁদের আলো

তুমিময় দিনগুলো লাগে বড়ো ভালো

আমার ঘরেতে যেন এলো চাঁদের আলো

এত মায়া ছড়ালে, এত সুখে জড়ালে

পৃথিবীটা লাগে যে দামি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

আবেগী এই ক্ষণগুলো যেন ছুঁয়ে থাকে

সারাটা জনম ধরে আমি চাই তোমাকে

আবেগী এই ক্ষণগুলো যেন ছুঁয়ে থাকে

সারাটা জনম ধরে আমি চাই তোমাকে

এত মায়া ছড়ালে, এত সুখে জড়ালে

পৃথিবীটা লাগে যে দামি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

更多Kazi Shuvo/Adity热歌

查看全部logo

猜你喜欢