menu-iconlogo
huatong
huatong
avatar

Nai Nai E Andhar Theke (FULL SONG)

Kishore Kumar/Full Song HQhuatong
🎙️StudioPanchamMusichuatong
歌词
作品
প্রথমবার এসেমে (SM) গানটির ফুল ভার্সন আপলোড করা হোলো

এডিটিং ও পরিবেশনায় - পি.এস. (PS)(পঞ্চম মিউজিক)

নাই নাই এ আঁধার থেকে

ফেরার পথ নাই

নাই নাই এ আঁধার থেকে

ফেরার পথ নাই

নাই নাই

মিউজিক

এডিটিং ও পরিবেশনায় - পি.এস. (PS)(পঞ্চম মিউজিক)

সোনার হরিণ ধরবি বলে

ছড়ালি জাল নিজে

ধরা তো দিলোনা হরিণ

পড়লি ধরা নিজে

ওরে পাওয়ার পিছে ছুটে গেলি

বুঝলিনা কি চায়

নাই নাই এ আঁধার থেকে

ফেরার পথ নাই

নাই নাই

মিউজিক

এডিটিং ও পরিবেশনায় - পি.এস. (PS)(পঞ্চম মিউজিক)

পুতুল নাচের পুতুল হয়ে

নেচেই শুধু গেলি

মনকে শুধা নাচার ফলে

জীবনে কি পেলি

যখন ছিঁড়বে সুতো

বুঝবি যে তুই

আগুন নেভা ছাই

নাই নাই এ আঁধার থেকে

ফেরার পথ নাই

নাই নাই

মিউজিক

এডিটিং ও পরিবেশনায় - পি.এস. (PS)(পঞ্চম মিউজিক)

লোভের পরে পাপ আসে

পাপের পরে মরণ

বন্ধ মনে অন্ধ হয়ে

করলি কাকে বরণ

তোকে যে আজ ভালবাসবে আবার

কাল দেবে না ঠাঁই

নাই নাই এ আঁধার থেকে

ফেরার পথ নাই

নাই নাই এ আঁধার থেকে

ফেরার পথ নাই

নাই নাই

ধ​ন্যবাদ

更多Kishore Kumar/Full Song HQ热歌

查看全部logo

猜你喜欢