menu-iconlogo
huatong
huatong
avatar

Gurur Choron - Cover By Kanta

Lalon Bandhuatong
🎼_ᗩ_®️_ᏕᏂᏋᏦᏂᎧᏒ_🎼🇧🇩huatong
歌词
作品
LyricsArtistsListenAnalysis

এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন

আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন

গুরু তোমার বিরহে জ্বলে আমার বুকের আগুন

এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন

আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন

এক পথে তোর জগত জোড়া সুখের আলো

আর একটা পথ নাইরে চেনা আঁধার কালো

এক পথে মোর জগত জোড়া সুখের আলো

আর একটা পথ নাইরে চেনা আঁধার কালো

আমি জানি গুরু তুমি আছো সেই না পথে

আমি জানি গুরু তুমি আছো সেই না পথে

আমি পাগল সব ছেড়েছি তোমায় ভালোবেসে

আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন

আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন

হাসনের মাটির পিঞ্জিরায় কান্দে আমার মন

লালন বলে ভোলা মনরে সপে দে এখন

হাসনের মাটির পিঞ্জিরায় কান্দে আমার মন

লালন বলে ভোলা মনরে সঁপে দে এখন

আমার হৃদয় দিলাম গুরু তোমার চরণতলে

আমার হৃদয় দিলাম গুরু তোমার চরণতলে

তুমি আমায় গ্রহণ কর শুদ্ধ কর মোরে

ওরে আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন

গুরু তোমার বিরহে জ্বলে আমার বুকের আগুন

আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন

আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন

আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন

আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন

更多Lalon Band热歌

查看全部logo

猜你喜欢