menu-iconlogo
logo

Nijhum Sandhyai

logo
歌词
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা

বুঝিবা পথ ভুলে যায়

নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা

বুঝিবা পথ ভুলে যায়

কুলায় যেতে যেতে কি যেন কাকলী

আমারে দিয়ে যেতে চায়

নিঝুম সন্ধ্যায়

দূর পাহাড়ের উদাস মেঘেরও দেশে

ওই গোধুলীর রঙিন সোহাগ মেশে

বনের মর্মরে বাতাস চুপিচুপি

কি বাঁশী ফেলে রাখে হায়

নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা

বুঝিবা পথ ভুলে যায়

নিঝুম সন্ধ্যায়

কোন অপরূপ অরূপ রূপের রাগে

সুর হয়ে রয় আমার গানেরও আগে

স্বপন কথাকলি ফোটে কি ফোটে না

সুরভি তবু আঁখি ছায়

নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা

বুঝিবা পথ ভুলে যায়

কুলায় যেতে যেতে কি যেন কাকলী

আমারে দিয়ে যেতে চায়

নিঝুম সন্ধ্যায়

Nijhum Sandhyai Lata Mangeshkar/Hemanta Mukherjee - 歌词和翻唱