menu-iconlogo
huatong
huatong
avatar

Ghumonto Shohore

LRBhuatong
╬⃟🎸L͟ɪM̶ᴏN͟╬⃟🦅𝗕⭕𝗣╬⃟⚡huatong
歌词
作品
বার্ডস ওফ প্যারাডাইস

ঘুমন্ত শহরে রুপালী রাতে

স্বপ্নের নীল চাদর বিছিয়ে

কষ্টের শীতল আবরণ জড়িয়ে

আমি আছি আছি তোমার স্মৃতিতে

ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে

চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে

তুমি আমি একই শহরে

তবুও একাকী ভিন্ন গ্রহে

আপলোডঃ লিমন চৌধুরী

বার্ডস ওফ প্যারাডাইস

মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে

অনন্ত প্রেম দিয়েছি উজাড় করে

নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে

পথ হেঁটেছি বাঁধা দু'টি হাতে

দূর আঁধারের ভালোবাসায় হারাতে

ছুটেছিলাম সেই রুপালী রাতে

আপলোডঃ লিমন চৌধুরী

বার্ডস ওফ প্যারাডাইস

এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে

নিশিব্যস্ত মানুষ হয়েছি কেমনে

সমুদ্র কোলাহলের মতো অবিরাম ক্ষণে

নগরের যত বিষাদ আমাকে ভর করে

দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে

বিনিদ্র জেগে আছি এই রুপালী রাতে

ঘুমন্ত শহরে রুপালী রাতে

স্বপ্নের নীল চাদর বিছিয়ে

কষ্টের শীতল আবরণ জড়িয়ে

আমি আছি আছি তোমার স্মৃতিতে

ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে

চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে

তুমি আমি একই শহরে

তবুও একাকী ভিন্ন গ্রহে

更多LRB热歌

查看全部logo

猜你喜欢