গানঃ নয়ন বাঁকা ভ্রমরা রে....
শিল্পীঃ শরীফ উদ্দীন
আপলোড করছেন
মামুন
?মিউজিক?
নয়ন বাঁকা ভ্রমরা রে
আমি তোরে না ছাড়িবো।
নয়ন বাঁকা ভ্রমরা রে
আমি তোরে না ছাড়িবো।
আমি তোরে না ছাড়িবো,
আমি তোরে যাইতে না দিবো।
আমি তোরে না ছাড়িবো,
আমি তোরে যাইতে না দিবো।
নয়ন বাঁকা ভ্রমরা রে
আমি তোরে না ছাড়িবো।
নয়ন বাঁকা ভ্রমরা রে
আমি তোরে না ছাড়িবো।।।।
?মিউজিক?
ভ্রমর তোরে মিনতি করি
আমায় তুমি যাইও না ছাড়ি।
ভ্রমর তোরে মিনতি করি
আমায় তুমি যাইও না ছাড়ি।
তুই ভ্রমর ছাড়িয়া গেলে
কার মুখ দেখে প্রাণ জুড়াবো,
মিউজিক
তুই ভ্রমর ছাড়িয়া গেলে
কার মুখ দেখে প্রাণ জুড়াবো,
নয়ন বাঁকা ভ্রমরা রে
আমি তোরে না ছাড়িবো।
নয়ন বাঁকা ভ্রমরা রে
আমি তোরে না ছাড়িবো।।।।
?মিউজিজ?
ঢালা ভরে ফুল তুলিবো
বিনা সুতায় মালা রাখবো,
ঢালা ভরে ফুল তুলিবো
বিনা সুতায় মালা রাখবো,
অতি যতনে ফুলের মালা
ভ্রমর তোমায় গলায় দিবো,
মিউজিক
অতি যতনে ফুলের মালা
ভ্রমর তোমায় গলায় দিবো,
নয়ন বাঁকা ভ্রমরা রে
আমি তোরে না ছাড়িবো।
নয়ন বাঁকা ভ্রমরা রে
আমি তোরে না ছাড়িবো।।।।
?মিউজিক?
গরম জলে পা-ও ধোয়াবো
মাথার কেশে মুছাইবো,
গরম জলে পা-ও ধোয়াবো
মাথার কেশে মুছাইবো,
আসলে বাতাস করিবো
শিওরে হাত ভুলাইবো,
মিউজিক
আসলে বাতাস করিবো
শিওরে হাত ভুলাইবো,
নয়ন বাঁকা ভ্রমরা রে
আমি তোরে না ছাড়িবো।
নয়ন বাঁকা ভ্রমরা রে
আমি তোরে না ছাড়িবো।
আমি তোরে না ছাড়িবো
আমি তোরে যাইতে না দিবো।
আমি তোরে না ছাড়িবো
আমি তোরে যাইতে না দিবো।
নয়ন বাঁকা ভ্রমরা রে
আমি তোরে না ছাড়িবো।
নয়ন বাঁকা ভ্রমরা রে
আমি তোরে না ছাড়িবো।
নয়ন বাঁকা ভ্রমরা রে
আমি তোরে না ছাড়িবো।।।।।