কী নামে ডাকি তোমায়, বলো না তুমি আমায়?
কী নামে ডাকি তোমায়, বলো না তুমি আমায়?
কী দিয়া সাজাই আমি তোমারে, হায় রে?
কী দিয়া সাজাই আমি তোমারে?
তুমি আছো আমারই অন্তরে
তুমি আছো আমারই অন্তরে
কী নামে ডাকি তোমায়, বলো না তুমি আমায়?
কী নামে ডাকি তোমায়, বলো না তুমি আমায়?
কী দিয়া সাজাই আমি তোমারে, হায় রে?
কী দিয়া সাজাই আমি তোমারে?
তুমি আছো আমারই অন্তরে
তুমি আছো আমারই অন্তরে
যেই ফুলেতে হয় না রে ফল, কী দাম আছে তার?
যার মনে নাই ভালোবাসা, তার কী দরকার?
যেই ফুলেতে হয় না রে ফল, কী দাম আছে তার?
যার মনে নাই ভালোবাসা, তার কী দরকার?
বাঁধিবো সুখের বাসা, দাও না ভালোবাসা
বাঁধিবো সুখের বাসা, দাও না ভালোবাসা
কত প্রেম জমে আছে এই মনে রে আমার
কত প্রেম জমে আছে এই মনে রে
তুমি আছো আমারই অন্তরে
তুমি আছো আমারই অন্তরে
কী নামে ডাকি তোমায়, বলো না তুমি আমায়?
কী নামে ডাকি তোমায়, বলো না তুমি আমায়?
কী দিয়া সাজাই আমি তোমারে, হায় রে?
কী দিয়া সাজাই আমি তোমারে?
তুমি আছো আমারই অন্তরে
তুমি আছো আমারই অন্তরে
যে প্রেয়সী বোঝে না রে ভালোবাসার দাম
হয় না রে প্রেম তার সাথে, কী দেবো তার নাম?
যে প্রেয়সী বোঝে না রে ভালোবাসার দাম
হয় না রে প্রেম তার সাথে, কী দেবো তার নাম?
বাঁধিবো সুখের বাসা, দাও না ভালোবাসা
বাঁধিবো সুখের বাসা, দাও না ভালোবাসা
কত প্রেম জমে আছে এই মনে রে আমার
কত প্রেম জমে আছে এই মনে রে
তুমি আছো আমারই অন্তরে
তুমি আছো আমারই অন্তরে
কী নামে ডাকি তোমায়, বলো না তুমি আমায়?
কী নামে ডাকি তোমায়, বলো না তুমি আমায়?
কী দিয়া সাজাই আমি তোমারে, হায় রে?
কী দিয়া সাজাই আমি তোমারে?
তুমি আছো আমারই অন্তরে
তুমি আছো আমারই অন্তরে
কী নামে ডাকি তোমায়, বলো না তুমি আমায়?
কী নামে ডাকি তোমায়, বলো না তুমি আমায়?
কী দিয়া সাজাই আমি তোমারে, হায় রে?
কী দিয়া সাজাই আমি তোমারে?
তুমি আছো আমারই অন্তরে
তুমি আছো আমারই অন্তরে