আল্লাহ ওগো আল্লাহ
খমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ
খমা করে দাও মাফ করে দাও
যতদিন এই জীবন
বীনা বাজিবে
সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ
খমা করে দাও মাফ করে দাও
খমা করে দাও মাফ করে দাও
যতদিন এই জীবন বীনা বাজিবে
সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও
তোমাকে না দেখিয়া
নবীকে না চিনিয়া
ঈমান এনেছি তবুও
তোমাকে না দেখিয়া
নবীকে না চিনিয়া
ঈমান এনেছি তবুও,,
এ অছিলায় রহম ও দয়া বিলাও
খমা করে দাও মাফ করে দাও
খমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ
খমা করে দাও মাফ করে দাও
খমা করে দাও মাফ করে দাও
কউকে সরিনা কাউকে ডরিনা
তোমাতে শির দেই তবুও
কউকে সরিনা কাউকে ডরিনা
তোমাতে শির দেই তবুও
এ অছিলায় বিপদে পার করে নাও
খমা করে দাও মাফ করে দাও
খমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ
খমা করে দাও মাফ করে দাও
খমা করে দাও মাফ করে দাও
কারো কাছে হারিনা
কারো অনুসারী না
তব দারে হাত পাতি তবুও
কারো কাছে হারিনা
কারো অনুসারী না
তব দারে হাত পাতি তবুও
এ অছিলায় চিরসুখি জান্নাতে দাও
খমা করে দাও মাফ করে দাও
খমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ
খমা করে দাও মাফ করে দাও
খমা করে দাও মাফ করে দাও
স্বাথকে তাগিয়া বুকে মোরে আগিয়া
মা বাপা গেল গোরে চলিয়া
স্বাথকে তাগিয়া বুকে মোরে আগিয়া
মা বাপা গেল গোরে চলিয়া
এ অছিলায় মা বাবাকে জান্নাতে নাও
খমা করে দাও মাফ করে দাও
খমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ
খমা করে দাও মাফ করে দাও
খমা করে দাও মাফ করে দাও
যতদিন এই জীবন
বীনা বাজিবে
সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ
খমা করে দাও মাফ করে দাও
খমা করে দাও মাফ করে দাও
THANKS FOR ALL