ভালবাসার প্রতিফল - বিপ্লব
ভালবাসার প্রতিফল,,,
বুকে ব্যথা চোখে জল,,,
ভালবাসার প্রতিফল,,,
বুকে ব্যথা চোখে জল,,,
ক্লান্ত প্রেমিক আমি ফিরে ফিরে
বারবার আসি আমি তোমার দারে
পূর্ণ করেছো মোরে শূন্যতাতে
দুঃখ সোয়েছি দুঃখী মোনো তাতে
অবশেষে আমি জেনেছি,,,,
ভালবাসার প্রতিফল,,,
বুকে ব্যথা চোখে জল,,,
ভালবাসার প্রতিফল,,,
বুকে ব্যথা চোখে জল,,,
তোমায় ভেবেছি আমি অনেক দামী
কখনো ভাবনি তুমি তোমারই আমি
তোমায় ভেবেছি আমি অনেক দামী
কখনো ভাবনি তুমি তোমারই আমি
অবশেষে আমি মেনেছি,,,,
ভালবাসার প্রতিফল,,,
বুকে ব্যথা চোখে জল,,,
ভালবাসার প্রতিফল,,,
বুকে ব্যথা চোখে জল,,,
তোমারই পথ ধরেই আমি হেটেছি
যন্ত্রণা ছাড়া আর কিবা পেয়েছি
তোমারই পথ ধরেই আমি হেটেছি
যন্ত্রণা ছাড়া আর কিবা পেয়েছি
অবশেষে আমি মেনেছি,,,,
ভালবাসার প্রতিফল,,,
বুকে ব্যথা চোখে জল,,,
ভালবাসার প্রতিফল,,,
বুকে ব্যথা চোখে জল,,,
ক্লান্ত প্রেমিক আমি ফিরে ফিরে
বারবার আসি আমি তোমার দারে
পূর্ণ করেছো মোরে শূন্যতাতে
দুঃখ সোয়েছি দুঃখী মোনো তাতে
অবশেষে আমি জেনেছি,,,,
ভালবাসার প্রতিফল,,,
বুকে ব্যথা চোখে জল,,,
ভালবাসার প্রতিফল,,,
বুকে ব্যথা চোখে জল,,,