পাইতে তোমায় কোন দলিলে করবো আমি sign
কানে কানে যাও বলে যাও, সুন্দরী বেয়াইন
পাইতে তোমায় কোন দলিলে করবো আমি sign
কানে কানে যাও বলে যাও, সুন্দরী বেয়াইন
ভাব ধরিয়া লাভ হবে না, romantic বেয়াই
Net থাকিলেই set থাকে গো, তোমার জানা নাই
তোমার মতো অনেকে তো দিয়া রাখসে line
বলছে সবাই তোমার সাথে লাগবে আমায় fine
বেয়াইন, বলছে সবাই তোমার সাথে লাগবে আমায় fine
তোমার মতো অনেকে তো দিয়া রাখসে line
বেয়াই, তোমার মতো অনেকে তো দিয়া রাখসে line
তোমার বোনের কপাল ভালো, পাইসে দারুণ বর
ভেবে দেখো তাহার পাশেই হবে তোমার ঘর
বেয়াইন, হবে তোমার ঘর
ময়-মুরুব্বি কইসে বলে দিলাম এমন চাঁদ
বামন হইয়া হাত বাড়াইয়া আর কইরো না সাধ
ভুল করিয়া আমায় তুমি ভাবসো পোলাপাইন
দেখতে তোমায় তাই মনে হয় পাশ করো নাই nine
দেখতে তোমায় তাই মনে হয় পাশ করো নাই nine
ভুল করিয়া আমায় তুমি ভাবসো পোলাপাইন
বেয়াই, ভুল করিয়া আমায় তুমি ভাবসো পোলাপাইন
এই hero-কে zero ভেবে কোরো না গো ভুল
লোকে বলে অহংকারই পতনেরই মূল
ও বেয়াইন, পতনেরই মূল
শাহজাহানও দেখলে আমায় গড়তো এক মহল
তুমি শুধু কাকের মতোই দেখছো আঙুর ফল
হাতের কাছে থাকতে কাঁসা চাই না melamine
বউয়ের সাথে শালি দেয়ার করবো নতুন আইন
বেয়াইন, বউয়ের সাথে শালি দেয়ার করবো নতুন আইন
হাতের কাছে থাকতে কাঁসা চাই না melamine
বেয়াই, হাতের কাছে থাকতে কাঁসা চাই না melamine
বলছে সবাই তোমার সাথে লাগবে আমায় fine
বেয়াইন, বলছে সবাই তোমার সাথে লাগবে আমায় fine
তোমার মতো অনেকে তো দিয়া রাখসে line
বেয়াই, তোমার মতো অনেকে তো দিয়া রাখসে line