menu-iconlogo
huatong
huatong
avatar

Gold Printer Sari Pore

Mita Chatterjeehuatong
guitaguitahuatong
歌词
作品
গোল্ড প্রিন্টের শাড়ি পরে..

গড়িয়া হাটের মোড়ে

আসতে পারি ঠিক সন্ধে ছটায়

এলাম যে কথা নিতে

পূজোর অষ্টমীতে

ঠিক বলোনা আসছো তুমি কটায়..

গোল্ড প্রিন্টের শাড়ি পরে

গড়িয়া হাটের মোড়ে

আসতে পারি ঠিক সন্ধে ছটায়

এলাম যে কথা নিতে

পূজোর অষ্টমীতে

ঠিক বলোনা আসছো তুমি কটায়..

সত্যি করে বলো না..

আমায় করো না ছলনা..

সত্যি করে বলো না..

আমায় করো না ছলনা..

হা,গোল্ড প্রিন্টের শাড়ি পরে

গড়িয়া হাটের মোড়ে

আসতে পারি ঠিক সন্ধে ছটায়

এলাম যে কথা নিতে

পূজোর অষ্টমীতে

ঠিক বলোনা আসছো তুমি কটায়

মিথ্যে কথা সাজিয়ে মাকে

অনেক অনেক বলতে হবে

খুশির ডানা মেলে তোমায় পেতে গেলে

আনন্দ আর এ উৎসবে,

মিথ্যে কথা সাজিয়ে মাকে

অনেক অনেক বলতে হবে

খুশির ডানা মেলে তোমায় পেতে গেলে

আনন্দ আর এ উৎসবে..

সব বাধা ছাড়িয়ে যাব দুজনে হারিয়ে

সব বাধা ছাড়িয়ে যাব দুজনে হারিয়ে

হা,গোল্ড প্রিন্টের শাড়ি পরে

গড়িয়া হাটের মোড়ে

আসতে পারি ঠিক সন্ধে ছটায়

এলাম যে কথা নিতে

পূজোর অষ্টমীতে

ঠিক বলোনা আসছো তুমি কটায়

বেশি তো নয় ঘন্টা তিনেক

রইব আমি তোমার সাথে

মনের কথা বলে একসাথে পথে চলে

আলো ঝরা সন্ধ্যা রাতে,

বেশি তো নয় ঘন্টা তিনেক

রইব তোমার সাথে

মনের কথা বলে একসাথে পথে চলে

আলো ঝরা সন্ধ্যা রাতে,

সব বাধা ছাড়িয়ে যাব দুজনে হারিয়ে

সব বাধা ছাড়িয়ে যাব দুজনে হারিয়ে

হা,গোল্ড প্রিন্টের শাড়ি পরে

গড়িয়া হাটের মোড়ে

আসতে পারি ঠিক সন্ধে ছটায়

এলাম যে কথা নিতে

পূজোর অষ্টমীতে

ঠিক বলোনা আসছো তুমি কটায়,

গোল্ড প্রিন্টের শাড়ি পরে

গড়িয়া হাটের মোড়ে

আসতে পারি ঠিক সন্ধে ছটায়

এলাম যে কথা নিতে

পূজোর অষ্টমীতে

ঠিক বলোনা আসছো তুমি কটায়

️ ️ধন্যবাদ ️ ️

更多Mita Chatterjee热歌

查看全部logo

猜你喜欢