আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
আমি সকল দাগে হব দাগি
কলঙ্কভাগী
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
আমি সকল দাগে হব দাগি
কলঙ্কভাগী
তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
তোমার পথের কাঁটা করব চয়ন
সেথায় তোমার ধুলায় শয়ন
পথের কাঁটা করব চয়ন
সেথায় তোমার ধুলায় শয়ন
সেথায় আঁচল পাতব আমার
তোমার রাগে অনুরাগী
কলঙ্কভাগী
আমি শুচি-আসন টেনে টেনে
বেড়াব না বিধান মেনে
শুচি-আসন টেনে টেনে
বেড়াব না বিধান মেনে
যে পঙ্কে ওই চরণ পড়ে
তাহারি ছাপ বক্ষে মাগি
কলঙ্কভাগী
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
আমি সকল দাগে হব দাগি
কলঙ্কভাগী
তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী