menu-iconlogo
huatong
huatong
mohan-kannan-bhoy-dekhas-na-pt-1-cover-image

Bhoy Dekhas Na, Pt. 1

Mohan Kannanhuatong
pacerstrut84huatong
歌词
作品
ভয় দেখাস না, please

আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই

তবু তোর দু'চোখের রোদ

ফিরতে মানা করবে সেই ভয় পাই

এই শরীরটাই যা তুই চিনিস

বাদবাকি আমি আনকোরা

জোর করে তবু সই পাতাই

গল্প বানাই মনগড়া

আমার অন্য রাজ্যপাট

আমি ঘর পালানো পাখির ছদ্মবেশ

তোর কাঁধেতে বসে

আর গান শোনাবো পাই যদি আদেশ

অনেক রাতের পর

খেলনা বাটির লোভ দেখাস যদি

আবার ফিরবো ঘর

ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী

ভুলে গেলে তুই

হাতড়ে ফিরবো অন্ধকারের গান

জমলে ধুলো গায়

জোছনায় করবো স্নান

জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান

তুই একফালি আকাশ

আমি ভুল করে ঢোকা একলা শঙ্খচিল

তুই আমার বাতাস

তবু ফিরতে হবে, বল দেখি মুশকিল

জানি ফেরার পর তুই আমায় হাঁটতে দেখলেও চিনবি না

তোর দেওয়া এই ডাকনামে ভুল করেও আর ডাকবি না

শুধু কোন বাদলা দিনের ভোর

তোর স্বপ্নে উড়বে কাঁচপোকাদের ভুল

ঘুমে কাঁদবি তুই

আর গুনবো আমি বদলানোর মাশুল

অনেক রাতের পর

খেলনা বাটির লোভ দেখাস যদি

আবার ফিরবো ঘর

ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী

ভুলে গেলে তুই

হাতড়ে ফিরবো অন্ধকারের গান

জমলে ধুলো গায়

জোছনায় করবো স্নান

জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান

ভয় দেখাস না, please

আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই

তবু তোর দু'চোখের রোদ

ফিরতে মানা করবে সেই ভয় পাই

更多Mohan Kannan热歌

查看全部logo

猜你喜欢