menu-iconlogo
huatong
huatong
moheener-ghoraguli-sei-fuler-dol-cover-image

SEI FULER DOL

Moheener Ghoragulihuatong
rhythmic~pulse◾️◼️⬛️huatong
歌词
作品
With best wishes...

"rhythmic~pulse" Presents...

"সেই ফুলের দল্"

* মহীনের ঘোড়াগুলি *

রাবেয়া কি রুখসানা, ঠিক তো মনে পড়েনা

অস্থির এ ভাবনা, শুধু করে আনাগোনা....

ফেলে আসা দিন তার মিছে মনে হয়....

নামে কিবা আসে যায় ..

সোহাগে আদরে জানি রেখেছিল কেউ এই নাম..

আব্বা না আপা নাকি, কারো মনে পড়ে তাকি

তোমরা তা জানো নাকি, সময় দিয়েছে ফাঁকি....

অভিমানে সে মেয়েটি গেছে হারিয়ে....

বুকে ভরসা নিয়ে ..

সীমান্ত পেরিয়ে সে এসেছিল ছেড়ে তার গ্রাম -

জানি সে কোথায়... এই শহের কোনো বাগানে সে হয়ে আছে ফুল

প্রতি সন্ধ্যায়... পাঁপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝরা বকুল ..

সেই মেয়েটির মত আরেকটি মেয়ে সেতো

সন্ধ্যাপ্রদীপ দিতো যতনে গান শোনাতো....

হালকা পায়ে বেড়াত বেনী দুলিয়ে....

কে যে নিলো ভুলিয়ে ..

খেলার সাথীরা তার খুঁজতে আসেনা আর রোজ ..

লক্ষী নামের মেয়ে আজও তার পথ চেয়ে

ফেলে আসা তার গাঁয়ে, মা কাঁদে মুখ লুকিয়ে....

সন্ধ্যেবেলায় শাঁখ বাজেনাতো আর....

এতে আছে কি বলার ..

আজো কেউ জানেনাতো কোথায় সে হয়েছে নিখোঁজ -

জানি সে কোথায়... এই শহের কোনো বাগানে সে হয়ে আছে ফুল

প্রতি সন্ধ্যায়... পাঁপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝরা বকুল ..

লক্ষী রুখসানারা, আরও যত ঘরছাড়া

ত্রস্ত দিশেহারা, তখনই জাদুকরেরা....

নিমিষে বানিয়ে দেয় বাগানের ফুল....

ঠিক নির্ভুল ..

এভাবে মেয়েরা সব একে একে ফুল হয়ে যায় ..

নতুন বাগানে এসে, নিজেকে না ভালবেসে

ফুলের দলেরা শেষে কথা বলে হেসে হেসে....

পদ্ম, গোলাপ, জুঁই, চম্পা, চামেলী....

ফুল টগর, শেফালী ..

পোড়ার মুখিরা তোরা ফুল হয়ে রয়ে গেলি হায় -

জানি সে কোথায়...এই শহের কোনো বাগানে সে হয়ে আছে ফুল

প্রতি সন্ধ্যায়... পাঁপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝরা বকুল -

জানি সে কোথায়...এই শহের কোনো বাগানে সে হয়ে আছে ফুল

প্রতি সন্ধ্যায়... পাঁপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝরা বকুল -

জানি সে কোথায়...এই শহের কোনো বাগানে সে হয়ে আছে ফুল

প্রতি সন্ধ্যায়... পাঁপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝরা বকুল .....

* THANK YOU SO MUCH *

更多Moheener Ghoraguli热歌

查看全部logo

猜你喜欢