আমি জন্ম থেকেই জ্বলছি
আমি একা একা চলছি
আমার মা নেই আমার বাবা নেই
আমি নিজের দুখের কথা বলছি
আমি জন্ম থেকেই জ্বলছি
আমি একা একা চলছি
আমার মা নেই আমার বাবা নেই
আমি নিজের দুখের কথা বলছি
আমি জন্ম থেকেই জ্বলছি
আমি একা একা চলছি
নতুন নতুন গান পেতে আমাকে
আর যদি ভালো লাগে আমার
ঘুরে আসতে পারেন
আমি অবহেলা পেয়ে গেছি সারাটি জীবন
করেনি কখনো কেউ আমায় আপন
ও...আমি অবহেলা পেয়ে গেছি সারাটি জীবন
করেনি কখনো কেউ আমায় আপন
কেউ তো জানেনা আমি কতো অসহায়
কেউ তো জানেনা আমি কতো অসহায়
অন্ধ কারের মাঝে ঘুরছি
আমি জন্ম থেকেই জ্বলছি
আমি একা একা চলছি
নতুন নতুন গান পেতে আমাকে
আর যদি ভালো লাগে আমার
ঘুরে আসতে পারেন
কারো ভালোবাসা স্নেহো মায়া পাইনি আমি
বুকে বড় জ্বালা নিয়ে পথেই নামি
ও...কারো ভালোবাসা স্নেহো মায়া পাইনি আমি
বুকে বড় জ্বালা নিয়ে পথেই নামি
সব কিছু আছে তবু পাশে কেউ নেই
সব কিছু আছে তবু পাশে কেউ নেই
না পাওয়ার আগুনে তে পুরছি
আমি জন্ম থেকেই জ্বলছি
আমি একা একা চলছি
আমার মা নেই আমার বাবা নেই
আমি নিজের দুখের কথা বলছি
আমি জন্ম থেকেই জ্বলছি
আমি একা একাই চলছি
সবাইকে ধন্যবাদ প্লিজ
কেউ লাইক দিতে ভুলবেন না