চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
Music
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে
যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে
বৌয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে
চিঠি লিখেছে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
Bdjibon
তোমার মনটা লোহায় গড়া
তোমার ইস্পাতেরি হিয়া
তোমায় বানাইয়াছে বিধি বড় কঠিন পাথর দিয়া……
তোমার মনটা লোহায় গড়া
তোমার ইস্পাতেরি হিয়া
তোমায় বানাইয়াছে বিধি বড় কঠিন পাথর দিয়া……
দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি
দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি
আমি গাঁয়ের মেয়ে অনেক সুখী
একটু নুন আর ভাতে
চিঠি লিখেছে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
Bdjibon
প্রতি রাইতে ইস্টিসনে আসে ঢাকা থেকে গাড়ী
আমি ভাবি এই গারিতে তুমি আইলা বুঝি বাড়ি……
প্রতি রাইতে ইস্টিসনে আসে ঢাকা থেকে গাড়ী
আমি ভাবি এই গারিতে তুমি আইলা বুঝি বাড়ি……
দেখি ভোরের সূর্য উঠে
আমার আশার ফুল না ফোটে
দেখি ভোরের সূর্য উঠে
আমার আশার ফুল না ফোটে
তুমি আসবে ঠিকি শুনবে যখন নাই আর দুনিয়াতে
চিঠি লিখেছে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে
যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে
বৌউয়ের কাজল ধোয়া চোখের পানি
লেগে আছে তাতে
চিঠি লিখেছে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
Bdjibon )