menu-iconlogo
logo

দরদি সবার সবই তো আছে

logo
歌词
দরদী সবার সবই তো আছে আমার আছে কি ,,

দরদী সবার সবই তো আছে আমার আছে কি ,,

বুকের মাঝে দুঃখের আগুন

বুকের মাঝে দুঃখের আগুন,,

জ্বলছে দিকি দিকি ,ই

দরদী সবার সবই তো আছে আমার আছে কি ,

মেঘলাকাশে মেঘের পাশে,,

সোনালী রোদ হাসে

ঝিলিমিলি আলো সবুজ পৃথিবীতে আসে

মেঘলাকাশে মেঘের পাশে সোনালী রোদ হাসে

ঝিলিমিলি আলো সবুজ পৃথিবীতে আসে

আমার দুঃখের আধারে নেই

আমার দুঃখের আধারে নেই সুখের ঝিকিমিকি ,

দরদী সবার সবই তো আছে আমার আছে কি ,,

বুকের মাঝে দুঃখের আগুন

জ্বলছে দিকি দিকি ,

দরদী সবার সবই তো আছে আমার আছে কি ,

চাঁদের আলো রাতের কালো, মুছে দেয় যেমন ,

আমার আধার মুছে দিতে পারনা কি তেমন

চাঁদের আলো রাতের কালো, মুছে দেয় যেমন

আমার আধার মুছে দিতে পারনা কি তেমন ,

বে,দরদী হইলে তুমি

বেদরদী হইলে তুমি,,

কেমনে বেঁচে থাকি ,

দরদী সবার সবই তো আছে আমার আছে কি ,

বুকের মাঝে দুঃখের আগুন,,

বুকের মাঝে দুঃখের আগুন,,

জ্বলছে দিকি দিকি ,

দরদী সবার সবই তো আছে

আমার আছে কি,দরদী

দরদি সবার সবই তো আছে Monir Khan - 歌词和翻唱