menu-iconlogo
logo

ভারা কইরা আনবি মানুষ

logo
歌词
ভাড়া কইরা আনবি মানুষ

কান্দিতে মোর লাশের পাশে

চারিদিকে রাখবি নজর

সে না জেনো দেখতে আসে

ভাড়া কইরা আনবি মানুষ

কান্দিতে মোর লাশের পাশে

চারিদিকে রাখবি নজর

সে না জেনো দেখতে আসে

সে যদি পায় রে খবর

কেমনে দিবি লাশের কবর

সে যদি পায় রে খবর

কেমনে দিবি লাশের কবর

আমারে জাগিতেই হবে যদি গো তার নয়ন ভাসে

চারিদিকে রাখবি নজর

সে না জেনো দেখতে আসে

ভাড়া কইরা আনবি মানুষ

কান্দিতে মোর লাশের পাশে

চারিদিকে রাখবি নজর

সে না জেনো দেখতে আসে

চারিদিকে রাখবি নজর

সে না জেনো দেখতে আসে

ও তার হৃদয় জেনো পবিত্র ওই মদিনারই মাটি

আমি তার হৃদয়ে বিছাইয়াছি

জায়নামাজের পাটি রে জায়নামাজের পাটি

ও তার হৃদয় জেনো পবিত্র ওই মদিনারই মাটি

আমি তার হৃদয়ে বিছাইয়াছি

জায়নামাজের পাটি রে জায়নামাজের পাটি

পাঁচ ওয়াক্ত মোনাজাতে বলিতো সে জোড়া হাতে

পাঁচ ওয়াক্ত মোনাজাতে বলিতো সে জোড়া হাতে

আখেরাতের পরেও জেনো আমারে সে ভালোবাসে

চারিদিকে রাখবি নজর

সে না জেনো দেখতে আসে

ভাড়া কইরা আনবি মানুষ

কান্দিতে মোর লাশের পাশে

চারিদিকে রাখবি নজর

সে না জেনো দেখতে আসে

সে যদি পায় রে খবর

কেমনে দিবি লাশের কবর

আমারে জাগিতেই হবে যদি গো তার নয়ন ভাসে

চারিদিকে রাখবি নজর

সে না জেনো দেখতে আসে

চারিদিকে রাখবি নজর

সে না জেনো দেখতে আসে

আমার নামাজ রোজার সকল সোয়াব

দাওগো বিধি তারে

জেনো পরকালে আমার কাছে

সে আসিতে পারে গো সে আসিতে পারে

আমার নামাজ রোজার সকল সোয়াব

দাওগো বিধি তারে

জেনো পরকালে আমার কাছে

সে আসিতে পারে গো সে আসিতে পারে

যদি না তারে পাবো নরকে হেঁটে যাবো

যদি না তারে পাবো নরকে হেঁটে যাবো

স্বর্গ যে তারই বুকে দেখেছি তা বারোমাসে

চারিদিকে রাখবি নজর

সে না জেনো দেখতে আসে

ভাড়া কইরা আনবি মানুষ

কান্দিতে মোর লাশের পাশে

চারিদিকে রাখবি নজর

সে না জেনো দেখতে আসে

সে যদি পায় রে খবর

কেমনে দিবি লাশের কবর

আমারে জাগিতেই হবে যদি গো তার নয়ন ভাসে

চারিদিকে রাখবি নজর

সে না জেনো দেখতে আসে

চারিদিকে রাখবি নজর

সে না জেনো দেখতে আসে

ভাড়া কইরা আনবি মানুষ

কান্দিতে মোর লাশের পাশে

চারিদিকে রাখবি নজর

সে না জেনো দেখতে আসে

ভাড়া কইরা আনবি মানুষ

কান্দিতে মোর লাশের পাশে

চারিদিকে রাখবি নজর

সে না জেনো দেখতে আসে

সে যদি পায় রে খবর

কেমনে দিবি লাশের কবর

সে যদি পায় রে খবর

কেমনে দিবি লাশের কবর

আমারে জাগিতেই হবে যদি গো তার নয়ন ভাসে

চারিদিকে রাখবি নজর

সে না জেনো দেখতে আসে

ভাড়া কইরা আনবি মানুষ

কান্দিতে মোর লাশের পাশে

চারিদিকে রাখবি নজর

সে না জেনো দেখতে আসে

চারিদিকে রাখবি নজর

সে না জেনো দেখতে আসে