menu-iconlogo
logo

Ekhoni Biday Balo Na

logo
avatar
Muhammad Rafilogo
꧁🅜🅡🅘🅝🅐🅛꧂🌊L🧿M🎸logo
前往APP内演唱
歌词
এখনি বিদায় বলোনা

কথা: গৌরপ্রসন্ন মজুমদার

সুর: সতীনাথ মুখার্জী

কন্ঠ: মোঃ রফি

এখনি বিদায় বলোনা

এখনো আকাশে চাঁদ জেগে আছে,

কোন কথা তো এখনো হলোনা-

এখনি বিদায় বলোনা

এখনো আকাশে চাঁদ জেগে আছে,

কোন কথা তো এখনো হলোনা-

এখনি বিদায় বলোনা।।

সবে তো সন্ধ্যায় রজনীগন্ধায়।।

সবে তো সন্ধ্যায় রজনীগন্ধায়।।

গন্ধ জেগেছে

বাতাসের সুরে ছন্দ লেগেছে

আজ রাতের সময় কে তুমি ভুলোনা

এখনি বিদায় বলোনা।

রাত শেষ না হলে চলে তুমি যেওনা

এখনি বাসর ওগো ভেঙে দিতে চেয়োনা

হয়তবা এই রাত আর কোনদিন

আসবেনা ফিরে;

দুটি মন জাগবে না রাত সুখ নীড়ে

একবার কথা বলো মুখ তোল না

এখনি বিদায় বলোনা।।

এখনো আকাশে চাঁদ জেগে আছে,

কোন কথা তো এখনো হলোনা-

এখনি বিদায় বলোনা।।

Family ID-101260/ Room ID-122958

Ekhoni Biday Balo Na Muhammad Rafi - 歌词和翻唱